TRENDING:

Fact Check: নীরজকে আইডল বলে পাকিস্তানের আরশাদ ডিলিট করলেন ট্যুইট, আদৌ কি খবরটা সত্যি ?

Last Updated:

যে অ্যাকাউন্ট থেকে ট্যুইটটি করা হয়েছিল সেই অ্যাকাউন্টটি আসলে নাদিমের নয় ৷ ওটা ভুয়ো অ্যাকাউন্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয়ের দিনেই ট্যুইট করে তাঁকে নিজের আইডল বলেছিলেন পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিম ৷ তিনিও নীরজের সঙ্গে ওই একই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৷ কিন্তু কোনও পদক জিততে পারেননি তিনি ৷ তবে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটার থেকে তা মুছে দেন নাদিম ৷ তা নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র ৷ কেন তিনি নিজের ট্যুইট ডিলিট করলেন, তা নিয়েও নানা কথা হয় ৷ কিন্তু পরে জানা যায় ওই ঘটনা পুরোপুরি ফেক ৷ যে অ্যাকাউন্ট থেকে ট্যুইটটি করা হয়েছিল সেই অ্যাকাউন্টটি আসলে নাদিমের নয় ৷ ওটা ভুয়ো অ্যাকাউন্ট ৷ ২০১৮ এশিয়ান গেমসে এই দুই অ্যাথলিটই পোডিয়াম ফিনিশ করেছিলেন ৷ তাঁদের দু’জনের হাত মেলানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় ৷ কিন্তু এবার যে কোনও ট্যুইট করেননি নাদিম, তা ফ্যাক্ট চেকের পরেই নিশ্চিত হওয়া গিয়েছে ৷
advertisement

ভুয়ো ট্যুইট

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

নীরজ এবং নাদিম দু'জনের মধ্যেই সম্পর্ক বেশ ভাল ৷ এশিয়ান গেমসে দুই অ্যাথলিটকে করমর্দন করতেও দেখা যায়। টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানেও দেখা হয় নীরজ এবং আরশাদ নাদিমের। দু'জনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Fact Check: নীরজকে আইডল বলে পাকিস্তানের আরশাদ ডিলিট করলেন ট্যুইট, আদৌ কি খবরটা সত্যি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল