TRENDING:

আরও একজন ভাঙলেন বোল্টের রেকর্ড, দু'দিন আগে তৈরি গৌড়ার রেকর্ডকেও পিছনে ফেললেন নিশান্ত

Last Updated:

বলে বলে ভাঙা হচ্ছে বোল্টের রেকর্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: রোজই রোজই উসেন বোল্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন কাম্বালা রানাররা ৷ এবার যিনি বোল্টের হিসেবকে টেক্কা দিলেন তাঁর নাম নিশান্ত শেট্টি ৷ ১৪৩ মিটার তিনি দৌড়েছেন ১৩.৬৮ সেকেন্ডে ৷ অর্থাৎ ১০০ মিটার যদি হিসেব করা হয় তাহলে তাঁর দৌড়তে সময় লেগেছে ৯.৫১ সেকেন্ড ৷ দিন দুয়েক আগেই শ্রীনিবাস গৌড়া ৯.৫৫ সেকেন্ড এই দূরত্ব পার করেছিলেন ৷
advertisement

রবিবার নিশান্ত শেট্টি নতুন রেকর্ড কায়েম করেন ৷ ভেন্নুরের সূর্য-চন্দ্র জোদুকারে কাম্বালায় ৯.৫১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে নজির গড়েন তিনি ৷ সম্প্রতি শ্রীনিবাস গৌড়ার পারফরম্যান্সে খুশি হয়ে রাজ্য সরকার তাঁকে ৩ লক্ষ টাকা দিয়েছে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজজু ট্যুইট করে জানিয়েছিলেন কাম্বালা দৌড়বিদ গৌড়ার সাইতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেবেন তিনি ৷ এবার নিশান্স যেহেতু তার চেয়ে ও কম সময়ে দৌড়েছেন তাই তার জন্যেও কী ব্যবস্থা করে তার অপেক্ষায় সকলেই ৷

advertisement

আরও পড়ুন - ‘বাপ কা বেটা’- দু'মাসে দুটি দ্বিশতরান জাত চেনাচ্ছেন দ্রাবিড় পুত্র সমিত

গৌড়ার মোষ নিয়ে দৌড়ের ভিডিও দারুণভাবে ভাইরাল হয়েছিল ৷ ভারতের ক্রীড়াজগতের বহু মানুষ সেই ভিডিওটি শেয়ার করেছিলেন ৷ এরপরেই কিরেন রিজেজু সাই কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যাতে তার জন্য একটি বিশেষ শিবির আয়োজন করে নেওয়া যায় ৷ তবে এই সুযোগ নিতে অস্বীকার করেন গৌড়া ৷ তিনি জানিয়েছিলেন যেহেতু তাঁর ট্র্যাকে খুব একটা বেশি দৌড়নোর অভিজ্ঞতা নেই তাই এই ট্রায়াল তিনি দিতে পারবেন না ৷এই কাম্বালা ইভেন্টে মোষের পিছনে ১৪২ মিটার কাদা মাখা রাস্তার ওপর দিয়ে দৌড়তে হয়  খালি পায়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা হওয়ার পর তিনি জানিয়েছিলেন, ‘আমি ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি দৌড়তে পারব , তবে মুখ্য ভূমিকা নিয়েছে মোষ ও তার মালিক ৷ ও তাদের ভালো যত্ন করে ৷ মোষরা এর চেয়ে আরও জোরে দৌড়তে পারে ৷ ’

বাংলা খবর/ খবর/খেলা/
আরও একজন ভাঙলেন বোল্টের রেকর্ড, দু'দিন আগে তৈরি গৌড়ার রেকর্ডকেও পিছনে ফেললেন নিশান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল