‘বাপ কা বেটা’- দু'মাসে দুটি দ্বিশতরান, জাত চেনাচ্ছেন দ্রাবিড় পুত্র সমিত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাহুল দ্রাবিড়ের ছেলে একেবারে বাবার জুতোয় পা গলানোর দিকে এগিয়ে যাচ্ছেন
advertisement
ক্রিকেট থেকে বিদায়নেওয়ার পর এনসিএ-তে জুনিয়র ক্রিকেটার তৈরির কাজ করছেন তিনি ৷ আর ১৪ বছরের সমিতও নিজেকে মেলে ধরছে এরই মধ্যে ৷ দু মাসের মধ্যে দ্বিতীয় দ্বিশতরান করল সে ৷ অনুর্ধ্ব ১৪ গ্রুপের দ্বিতীয় ডিভিসনের বিটিআর শিল্ড টুর্নামেন্টে ২০৪ রান করলেন ৷ মূলত তাঁরই ব্যাটে ভর দিয়ে তার দল ৩ উইকেটে ৩৭৭ রান করে ৷
advertisement
advertisement