আরও পড়ুন: বন্ধ মিল যেন কার্তিকের কলোনি! কটন মিন কীভাবে কার্তিক-পাড়া হয়ে উঠল দেখুন
কোলাঘাটের গ্রামে বাড়ি আফসানারা খাতুন ওরফে হেনার। তিনি এখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি গোটা বাংলার গর্ব। কারণ দেশের হ্যান্ডবল টিমে সুযোগ পেয়েছেন। বাংলার হয়ে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি এবার ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবেন আফসানারা। তাঁর এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি কোলাঘাটের মানুষজন।
advertisement
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সমানভাবে অংশ নিচ্ছে। ক্রিকেট ফুটবল বা অন্যান্য ধরনের খেলাধুলার পাশাপাশি হ্যান্ডবল খেলাতেও বর্তমানে আগ্রহ বাড়ছে। আর এই হ্যান্ডবল খেলায় অন্য সফলতার কাহিনী লিখল কোলাঘাটের আফসানারা। ছোট থেকেই তিনি হ্যান্ডবল খেলেন। শেষ ১১ বছর হ্যান্ডবল খেলার সঙ্গে যুক্ত আফসানারা। রাজ্যের হ্যান্ডবল টিমে ৬ বছর ধরে খেলছেন। বহুদিন রাজ্য দলের ক্যাপটেন। দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সম্প্রতি নেপালের পোখরায় ইন্দো-নেপাল আন্তর্জাতিক স্পোর্টস গেম খেলতে গিয়েছেন আফসানারা’রা। দেশকে জিতিয়ে আানাই তাঁর একমাত্র লক্ষ্য। জানুয়ারি মাসে রয়েছে রাজ্য স্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা। সব প্রতিযোগিতাতেই সাফল্য পাওয়াটাই বাংলার এই কৃতী মেয়ের লক্ষ্য।
সৈকত শী





