এবারের জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ২২ টি রাজ্যের কয়েক হাজার প্রতিযোগী। বাংলা থেকেও ন্যাশনাল করতে যাচ্ছেন ৪৩ জন প্রতিযোগী। কলকাতা জেলা থেকে রয়েছে আট জন। ২৬ থেকে ২৯ আগস্ট গোয়ায় কিকবক্সিং ন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন হবে। ওয়েস্টবেঙ্গল স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৪৩ জন প্রতিযোগী যাচ্ছেন। অতীতেও ন্যাশনাল টুর্নামেন্ট হলেও সেই সময় সরকারি অনুমোদন ছিল না এই খেলায়। প্রথমবার তাই ন্যাশনাল খেলতে যাওয়ার ব্যাপারে উচ্ছ্বসিত বাংলার প্রতিনিধিরা। ধীরে ধীরে ন্যাশনাল তারপর ইন্টারন্যাশনাল এবং আগামী দিনে অলিম্পিক্সে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রত্যেকেই।
advertisement
ন্যাশনালে প্রথম, দ্বিতীয় হওয়া খেলোয়াড়রা ইতালিতে সুযোগ পাবেন পরবর্তী টুর্নামেন্ট খেলার। সংস্থার পক্ষ থেকেও দাবি করা হচ্ছে সঠিক পরিকাঠামো পেলে আগামী দিনে কিকবক্সিং থেকে ভারত পদক জিততে পারে। অন্যান্য রাজ্যে কিকবক্সিং জনপ্রিয় হলেও বাংলা এখনো সেভাবে জনপ্রিয় নয়। কলকাতা জেলার দায়িত্বে থাকা পার্থ মিত্রর মতে, ‘‘কিকবক্সিং এবার থেকে অলিম্পিক গেমস হিসেবে পরিচিত হবে। আশা করি আগামী দিনে ছোট ছোট ছেলেমেয়েরা এই খেলায় আগ্রহ দেখাবে। আমরা ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যে দল নিয়ে যাচ্ছি সেটা নিয়ে আশাবাদী।’’
ERON ROY BURMAN