টাকা দিয়ে খেলা হয় এমন অনলাইন গেম, যেমন Dream11, Rummy Circle, Winzo-র মতো প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। গেমিংয়ের প্রতি আসক্তি, সর্বস্ব খোয়ানো, আত্মহত্যা এবং অর্থ পাচারের মতো গুরুতর কারণ রয়েছে সরকারের এমম পদক্ষেপের জন্য।
রিয়েল-মানি গেমের ওপর নিষেধাজ্ঞা:
কোনও টাকা-ভিত্তিক গেম অফার করা, পরিচালনা করা বা প্রচার করা— বেআইনি বলে বিবেচিত হবে। তবে অনলাইনে এসব গেম খেলা ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
advertisement
শাস্তি ও জরিমানা:
যদি কেউ টাকা দিয়ে খেলা যায় এমন গেম অফার করে বা তার বিজ্ঞাপন দেয়, তা হলে তাদের ৩ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যারা এই ধরনের বিজ্ঞাপন চালাবে তাদের ২ বছর পর্যন্ত জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন- খোরপোশ ৪ কোটি ৭৫ লাখ টাকা! বিয়েটা ভুয়ো! ধনশ্রী এতদিন পর মুখ খুললেন ডিভোর্স নিয়ে
পাবজি ও ফ্রি ফায়ারের মতো ই-স্পোর্টস এবং সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করা হবে। কারণ এই গেমগুলিতে অর্থের লেনদেন নেই, তাই এগুলোকে সমর্থন দেওয়া হবে। সরকারের মতে, রিয়েল-মানি অনলাইন গেমিং-এর কারণে মানুষ মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই এই ধরনের গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, এমনকী নিজের সঞ্চয় করা অর্থ পর্যন্ত হারিয়ে ফেলেছেন। কিছু ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে।
বৃহস্পতিবার সংসদের উচ্চ কক্ষে বিলটি পেশ করেন কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিতর্ক ছাড়াই ধ্বনিভোটে পাশ হয় বিল। সংসদের দুই কক্ষেই বিলটি পাশ হয়ে যাওয়ায় কেবল রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আনুষ্ঠানিক ভাবে নতুন আইন বলবৎ হবে।