কী বলছে অলিম্পিক্সে ওজন মাপার নিয়ম?
ফ্রিস্টাইল কুস্তিতে মহিলাদের ৬টি বিভাগ রয়েছে- ৫০, ৫৩, ৫৭, ৬২, ৬৮ এবং ৭৬ কেজি। এর মধ্যে ৫০ কেজি বিভাগে ছিলেন ভিনেশ ফোগট।
আরও পড়ুন: ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?
অলিম্পিক্সে কুস্তিগিরদের দু’দিনই ম্যাচের আগে ওজন মাপা হয়। নিয়ম অনুযায়ী ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রতিযোগিতার দুটো দিনেই কুস্তিগিরের ওজন নির্দিষ্ট বিভাগের ওজনসীমার মধ্যে থাকতে হয়।
advertisement
আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও
কেন বাদ গেলেন ভিনেশ?
মঙ্গবারও ভিনেশের ওজন মাপা হয়েছিল। মঙ্গলবার তাঁর ওজন ৫০ কেজির মধ্যে ছিল, তাই তিনি কুস্তিতে অংশ নিতে পেরেছিলেন। কিন্তু সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর ওজন ২ কিলো বেশি ছিল। অতিরিক্ত ওজন কমানোর জন্য রাতভর চেষ্টা করেছিলেন ভিনেশ। সারা রাত ধরে জগিং, স্কিপিং, সাইক্লিং করেছিলেন ভিনেশ যাতে ওজন কমিয়ে ফাইনালে অংশ নিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত বাড়তি ১০০ কিলো ওজন তাঁর পক্ষে কমানো সম্ভব হয়নি।
ভারতের পক্ষ থেকে ভিনেশের ওজন কমানোর জন্য কিছুটা বাড়তি সময়ও চাওয়া হয়, কিন্তু সেই অনুরোধ মানেনি অলিম্পিক্স কর্তৃপক্ষ।