তাঁর বিয়ের তারিখও জানা গিয়েছে। ২০ ডিসেম্বর থেকে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে। পুরো সপ্তাহ ধরে ব্যাডমিন্টন তারকার বাড়িতে অনুষ্ঠান চলবে। ২২শে ডিসেম্বর, হায়দরাবাদে পিভি সিন্ধু এবং ভেঙ্কট দত্ত সাই সাত পাকে বাঁধা পড়বেন।
আরও পড়ুন- KKR News: সকলকে টপকে ‘এই’ তারকা হচ্ছেন কেকেআরের অধিনায়ক! নাম জানলে চমকে যাবেন!
advertisement
স্পোর্টস স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, পিভি সিন্ধুর বিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে যে তার ভাবী স্বামী ভেঙ্কট দত্ত সাই পসিডেক্স টেকনোলজিসের উচ্চপদস্থ কর্তা। তাঁর বিয়ের পরিকল্পনা অন্যভাবে করা হয়েছিল, যাতে তিনি জানুয়ারিতে আন্তর্জাতিক সার্কিটে ফিরতে পারেন। রবিবার সৈয়দ মোদী ওপেন জিতে তিনি তাঁর দীর্ঘদিনের ট্রফি খরা শেষ করেছেন।
১ ডিসেম্বর ফাইনালে চীনের উ লুও ইউকে হারিয়ে শিরোপা জিতেছিল সিন্ধু। অন্যদিকে লক্ষ্য সেনও তার জয়ে যোগ করেছেন। ত্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ পুল্লেলার জুটিও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এবং মহিলা ডাবলসের শিরোপা জিতেছিল। খেলোয়াড়দের জয়ের প্রতিধ্বনি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এখন ডিসেম্বরে এই খুশির সঙ্গে দ্বিগুণ হতে চলেছে তারকা পিভি সিন্ধু।