ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ইনিংসের শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। খাতা না খুলেই সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এরপর দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নিয়ে যান পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১০২ রানের পার্টনারশিপ করেন তারা। ৫১ রান করে আউট হন নিশাঙ্কা। এরপর মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন সাদিরা সামারাউইকরামা। দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যান দুজন। ১১১ রানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। নিজের সেঞ্চুরি পূরণ করেন কুশল মেন্ডিস। ১২২ রান করে আউট হন তিনি।
advertisement
এরপর চারিথ আসালঙ্কা ক্রিজে আসলেও বড় রান পাননি। তারপর সামারাউইকরামাকে কিছুটা সঙ্গ দেন ধনঞ্জয়া ডি সিলভা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। অপরদিকে নিজের শতরান পূরণ করেন সামারাউইকরামা। ১০৮ রান করে আউট হন তিনি। ডি সিলভা করেন ২৫ রান। নীচের দিকে কোনও ব্যাটার আর বড় রান রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৪৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ৩৪৫।