TRENDING:

Richa Ghosh Exclusive Photo: লাল গালিচা, ব্যাট উঁচু করে কচিকাঁচার শুভেচ্ছা রিচার নাগরিক সম্মান অনন্য মুহূর্ত

Last Updated:
Richa Ghosh Exclusive Photo: লাল গালিচা, ব্যাট উঁচু করে কচিকাঁচার শুভেচ্ছা রিচার নাগরিক সম্মান অনন্য মুহূর্ত
advertisement
1/5
লাল গালিচা, ব্যাট উঁচু করে কচিকাঁচার শুভেচ্ছা—রিচার নাগরিক সম্মান অনন্য মুহূর্ত
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই আজ দুপুরে ঘরে ফিরলেন বাংলার মেয়ে, ভারতীয় নারী দলের গর্ব রিচা ঘোষ। দিল্লি থেকে উড়ে এসে বাগডোগরা বিমানবন্দর পেরিয়ে পৌঁছান সুভাষপল্লীর বাড়িতে। বাড়িতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে মায়ের হাতের রান্না উপভোগ করেন এই ক্রিকেটার। তার পরই ছুটে যান শহরের বাঘাযতীন পার্কে, যেখানে শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।
advertisement
2/5
বাঘাযতীন পার্কে প্রবেশের মুহূর্তটা যেন হয়ে উঠেছিল চলচ্চিত্রের দৃশ্যের মতো। লাল কার্পেট বিছিয়ে রিচাকে স্বাগত জানানো হয়। দু’পাশে সারি বেঁধে দাঁড়িয়ে ছিল ছোট ছোট ক্রিকেটপ্রেমী বাচ্চারা, হাতে ব্যাট তুলে ‘রিচা দিদি’কে জানায় অভিনব শুভেচ্ছা। মাঠে উপস্থিত ছিলেন হাজারো মানুষ, হাতে পতাকা, গলায় ঢাক–ঢোল আর তুমুল করতালিতে মুখরিত ছিল গোটা অনুষ্ঠানস্থল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
মঞ্চে এসে রিচার হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো নাগরিক সম্মাননাপত্র তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বও। মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত ভাষণে রিচা জানান, “এই ভালোবাসা, এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শিলিগুড়ি সবসময় আমার অনুপ্রেরণা।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা আরও বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশ বিভাগে চাকরির প্রস্তাব পেয়ে তিনি কৃতজ্ঞ। তবে এখনই সিদ্ধান্ত নেবেন না, বাবার সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। তাঁর কথায়, “খেলাটাই আমার প্রথম ভালোবাসা, তবে সুযোগ পেলে সমাজের সেবাতেও নিজেকে যুক্ত করতে চাই।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
অনুষ্ঠানের শেষ দিকে মেয়র গৌতম দেব ঘোষণা করেন, খুব শীঘ্রই শহরের ইনডোর স্টেডিয়াম নতুন করে উদ্বোধন করা হবে এবং সেখানে একটি ব্লক রিচা ঘোষের নামে উৎসর্গ করা হবে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হয়ে ওঠে বাঘাযতীন পার্ক। বাংলার এই কন্যাকে ঘিরে আজ শিলিগুড়ির আকাশ জুড়ে শুধুই গর্ব আর ভালোবাসার আবেশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/খেলা/
Richa Ghosh Exclusive Photo: লাল গালিচা, ব্যাট উঁচু করে কচিকাঁচার শুভেচ্ছা রিচার নাগরিক সম্মান অনন্য মুহূর্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল