বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও আলাদা করে রিচার খেলার প্রশংসা শোনা গিয়েছে ৷
advertisement
শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন ঘরের মেয়ে রিচা ঘোষ। গত কয়েকদিনে রিচা গোটা দেশের কাছে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে কার্যত গর্জন করেছেন বাংলার এই ক্রিকেটার। বেশ কয়েকটা ম্য়াচে তো তিনি ফিনিশারের ভূমিকাও গ্রহণ করেছিলেন। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। সেইসময় রিচার আলাদা করে প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি।
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চায় সিএবি।
