আরও পড়ুন-অবিশ্বাস্য! বয়ফ্রেন্ডের উপর নজর রাখতে গোয়েন্দাগিরির সব সীমা ছাড়িয়ে গেলেন যুবতী!
বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ ৷ তাঁকে ছাড়াই কি তাহলে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন হবে ? এই প্রশ্নই এখন উঠছে সর্বত্র ৷ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে গিয়ে নামেন জোকোভিচ ৷ জানা গিয়েছে, ভিসার আবেদনপত্রে ভুল থাকার জন্যই জোকোভিচকে দেশে ঢুকতে দেওয়া হয়নি (Novak Djokovic Appeals In Court Against Australia Deportation) ৷
advertisement
আরও পড়ুন-‘সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান...’ ! পাত্রী খুঁজতে শহরজুড়ে হোর্ডিংয়ে বিজ্ঞাপন যুবকের
করোনার ভ্যাকসিন না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র জোকোভিচ কী ভাবে পেলেন তার কোনও স্পষ্ট জবাব নাকি সার্বিয়ান টেনিস তারকা দিতে পারেননি। তার জন্যই তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে খবর ৷ এই নিয়ম না মানলে অস্ট্রেলিয়ায় ঢোকা কারোর পক্ষেই সম্ভব নয় ৷ জোকোভিচের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ৷ তবে এর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জোকার ৷