সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত কানমারী এলাকা ইতিমধ্যেই মহিলা ফুটবলের জন্য পরিচিত হতে শুরু করেছে। এখানকার বেশ কয়েকজন মেয়ে রাজ্য ও জেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ভালো পারফরম্যান্স করেছে। তবে উপযুক্ত প্রশিক্ষণ ও পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভা হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই অভাব দূর করতেই এই কোচিং সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
এই কোচিং সেন্টারে এলাকার ছোট ছোট মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক পদ্ধতিতে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফুটবল, জার্সি, বুটসহ প্রয়োজনীয় সব খেলাধুলার সরঞ্জামও বিনামূল্যে প্রদান করা হবে। উদ্যোক্তাদের মতে, বছরে নির্দিষ্ট সময়ে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার সহ দেশের নানা প্রান্তের মহিলা ফুটবলাররাও এখানে প্রশিক্ষণ নিতে আসেন, যা এই কেন্দ্রের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুনঃ যদি পাকিস্তান না খেলে কোন দেশ সুযোগ পাবে টি-২০ বিশ্বকাপে? কী বলছে আইসিসির নিয়ম
উদ্বোধনী অনুষ্ঠানে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “সুন্দরবনের মেয়েদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে।” এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও। তাঁদের আশা, এই কোচিং সেন্টার সুন্দরবনের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।





