TRENDING:

No South African cricketers in PSL : পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা বোর্ড

Last Updated:

No South African cricketers will be allowed in PSL. ঘরোয়া ক্রিকেটে জোর দিতেই পাকিস্তান লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জোহানেসবার্গ: আইপিএল হলে অন্য নিয়ম! আর ক্রিকেট বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে অন্য নিয়ম। এমন অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করে থাকেন বিসিবি বা পিসিবি - র মত সংস্থা। কথাটা যে একেবারেই ফেলে দেওয়ার মতো নয় সেটা প্রমাণিত। কিন্তু এটাও ঠিক আইপিএল গ্রহণযোগ্যতায় এবং জনপ্রিয়তায় বাকিদের থেকে কয়েক মাইল এগিয়ে।
পাকিস্তান লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা
advertisement

আরও পড়ুন - ATK Mohun Bagan Covid-19 : অনুশীলন বন্ধ, জিম এবং সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করতে পারছে না এটিকে মোহনবাগান

ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল খেলতে পারবেন না বলে নির্দেশ জারি করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অর্থ্যাৎ প্রোটিয়া ক্রিকেট দলের বর্তমান দলের সদস্যদের ছাড়াই পিএসএল শুরু করতে হবে পাকিস্তানকে। করোনা সংক্রমণ যখন সারাবিশ্বে ঢেউ তুলেছে সারা বিশ্বজুড়ে। এর মধ্যেই ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর।

advertisement

আরও পড়ুন - Neeraj Chopra golden letterbox: সোনার ছেলে নীরজকে এবার বিশেষ সম্মান ভারতীয় ডাক বিভাগের!

আর সে আসরে খেলার বিষয়ে নিজেদের ক্রিকেটারদের ছাড়পত্র দিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। মূলতঃ করোনার পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ গত ১৮ ডিসেম্বর পিএসএলের মূল ড্রাফট অনুষ্ঠিত হলেও টুর্নামেন্ট শুরুর আগে মিনি ড্রাফট থেকে দু’জন করে ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।

advertisement

মিনি ড্রাফটের জন্য নাম নথিভুক্ত করেছেন ৩৬৭ জন ক্রিকেটার। যেখান থেকে একজন দেশি এবং একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। মিনি ড্রাফটে নাম থাকলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য এনওসি পাচ্ছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ।

৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠেয় মিনি ড্রাফটের তালিকায় সবার উপরে ছিলেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। নথিভুক্ত এই ৩৬৭ ক্রিকেটারের তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক, ডেভিড মিলার, তাবরিজ শামসিরা। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে কদিন আগেই স্থগিত করা হয়েছে এমএনজেড সুপার লিগ (এমএসএল)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রসঙ্গতঃ প্রোটিয়াদের ঘরোয়া এই টুর্নামেন্ট না হওয়ায় প্রোটিয়া ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল পিএসএলে। তবে ঘরোয়া চারদিনের ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পিএসএল খেলতে ছাড়পত্র দিচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট গ্রেম স্মিথ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
No South African cricketers in PSL : পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের ছাড়বে না দক্ষিণ আফ্রিকা বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল