ATK Mohun Bagan Covid-19 : অনুশীলন বন্ধ, জিম এবং সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করতে পারছে না এটিকে মোহনবাগান

Last Updated:

ATK Mohun Bagan footballers staying inside hotel room in ISL. আপাতত ঘরে বন্দী হয়েই সময় কাটছে সবুজ মেরুন ফুটবলারদের, জিম এবং সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করতে পারছে না এটিকে মোহনবাগান দল

আপাতত ঘরে বন্দী হয়েই সময় কাটছে কৃষ্ণ, সন্দেশদের
আপাতত ঘরে বন্দী হয়েই সময় কাটছে কৃষ্ণ, সন্দেশদের
এটিকে মোহনবাগানের ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের আপাতত তিনদিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রয় কৃষ্ণ-কার্ল ম্যাক হিউদের হোটেলের ঘরেই কাটাতে হবে। জিম বা সুইমিং পুলে যাওয়া বন্ধ।
advertisement
দলের ফিজিও ভিডিও বার্তার মাধ্যমে দীপক টাংরি, অমরিন্দর সিংয়ের রিহ্যাবের কাজ চালাচ্ছেন। ১৫ জানুয়ারি মোহন বাগান-বেঙ্গালুরু ম্যাচ হওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সেই ম্যাচের দিকেই ফোকাস করেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। ক্লাবের এক শীর্ষ কর্তা জানালেন, শনিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ বাতিল হওয়ায় একদিক থেকে লাভবান হয়েছি।
advertisement
কারণ, অমরিন্দর সিং, দীপক টাংরি, কার্ল ম্যাকহ্যাগরা ১৫ জানুয়ারির আগে সুস্থ হয়ে উঠবে। কোয়ারেন্টাইন পর্ব শেষ হবে সন্দেশ ঝিংগানেরও। এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্টের আশা, বিএফসি ম্যাচের আগে অন্তত দু’দিন প্র্যাকটিসের সুযোগ দেবেন সংগঠকরা। তবে আইএসএল সূত্রের খবর, করোনা আবহে আর কোনও ম্যাচ স্থগিত হলে নতুন করে সূচি তৈরির দাবি উঠছে দলগুলির পক্ষ থেকে।
advertisement
সেক্ষেত্রে, ২৯ জানুয়ারি ফিরতি ডার্বিও পিছিয়ে যেতে পারে। এফসি গোয়া ও এটিকে মোহন বাগানের হোটেলে অনভিপ্রেত ঘটনায় অন্য দলগুলির উপর নজরদারি বাড়ানো হয়েছে। আতস কাচের তলায় থাকছে রেফারিদের হোটেল। আপাতত বাংলার রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, প্রতীক মণ্ডল, সমর কররা ভালো আছেন। এফএসডিএলের চিন্তা, কোনও রেফারি সংক্রামিত হলে লিগের ম্যাচ পরিচালনায় সমস্যা হতে পারে।
advertisement
নতুন রেফারিদের গোয়ায় নিয়ে এসে তড়িঘড়ি মাঠে নামিয়ে দেওয়া সম্ভব নয়। আই লিগের মতো আইএসএল স্থগিত হওয়ার সম্ভাবনা কম। কারণ, ২৭-২৮ মার্চের মধ্যে শেষ করতে হবে লিগ। কারণ, এপ্রিলের গোড়ায় আইপিএল। তবে দ্বিতীয় পরীক্ষার পরেও রয় কৃষ্ণ পজেটিভ হয়েছেন। এটাই একটু চিন্তার। সন্দেশ, শুভাশিস বসুরা উন্নতির দিকে।
মনে করা হচ্ছে নিজের স্ত্রী এবং কন্যার সঙ্গে অন্য হোটেলে দেখা করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে থাকতে পারেন ফিজির স্ট্রাইকার। আবার অনেকে মনে করছেন মাথার চোট কাটিয়ে হাসপাতাল থেকে হোটেলে ফেরার পর কার্ল ম্যাকের থেকেও ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো এমনিতেই চিন্তায় ছিলেন দলের চোট-আঘাত নিয়ে। এখন চিন্তা কবে থেকে স্বাভাবিক অনুশীলনে নামতে পারবে সবুজ মেরুন।
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan Covid-19 : অনুশীলন বন্ধ, জিম এবং সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করতে পারছে না এটিকে মোহনবাগান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement