৫২ কেজি বিভাগে তিনি বিশ্বসেরা। স্বর্ণ পদক জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি নিখা। কেঁদে ফেললেন। গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থক এবং দলের বাকিদের থেকে তখন প্রচুর সমর্থন পাচ্ছেন নিখাত। একদিন আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিলেন নিখাত জারিন।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার। মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগে বিরাট সুযোগ ছিল তার সামনে। হারিয়ে দিয়েছিলেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে। হেরে গিয়েছেন ভারতের মনীষা মোন এবং পরভিন হুডা। যুব বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন জারিন।
এবার তাঁর কাছে সুযোগ ছিল বড়দের বিভাগেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। বুধবার ঠান্ডা মাথায় ব্রাজিলের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন জারিন। এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগিতা জিতেছিলেন। ২০০৬ সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত।
সেটাই দেশের সেরা সাফল্য। চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিল সেবার। নিখাত জারিন ভারতের পঞ্চম মহিলা যিনি এই প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন। যখন স্বর্ণপদক গলায় নিয়ে পোডিয়ামে দাঁড়িয়েছিলেন নিখাত, তখন পেছনে ভারতের জাতীয় সংগীত বাজছে। এই মুহূর্ত প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের।