TRENDING:

অস্ট্রেলিয়া পেল জসপ্রীত বুমরাহ, বাঁহাতে ছোঁড়েন ইয়র্কার, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

তাঁর অ্যাকশন অবিকল বসানো এক অজি ক্রিকেটারের বোলিং ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: ভারতীয়য় জোরে বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)  এখন সেরা  ক্রিকেটারদের তালিকায় সামনের সারিতে রয়েছেন৷ তার নাম গোনা হয় একদম সেরার সারিতে৷ বুমরাহের বড় শক্তি তাঁর ইয়র্কার, তাঁর বল বড় থেকে বড় ক্রিকেটারদের ঘাম ছুটিয়ে দেন৷ জসপ্রীত বুমরাহের বোলিং দ্বিতীয বোলারদের থেকে একেবারে আলাদা৷ এই বোলিং স্টাইলের জেরে তিনি বাড়তি বাউন্স পান৷ যার জন্য ব্যাটসম্যানদের বাড়তি অসুবিধার সম্মুখীন হতে হয়৷ তাঁর অ্যাকশন অবিকল বসানো এক অজি ক্রিকেটারের বোলিং ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) ৷
Nic Maddinson turns left arm jasprit bumrah in sheffield shield final watch viral video
Nic Maddinson turns left arm jasprit bumrah in sheffield shield final watch viral video
advertisement

এমনকি তাঁর বোলিং অ্যাকশন দেখার সময় কমেন্টেটররাও বলছিলেন যে জসপ্রীত বুমরাহ! দেখে নিন অজি বোলারের বিশেষ জসপ্রীত বুমরাহ অ্যাকশনে বোলিং৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড (Sheffield Shield)  ফাইনালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর ভিক্টোরিয়ার মধ্যে খেলা হয়েছিল৷ যেটা ড্র ছিল৷ কিন্তু প্রথম ইনিংসের ভিত্তিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়৷ এই ম্যাচে ভিক্টোরিয়ার পার্ট টাইম বোলার নিক মেডিসন  (Nic Maddinson)  জসপ্রীত বুমরাহ স্টাইলে বল করেছিলেন৷ কিন্তু এরপর তিনি আবার জোরে বোলিংয়ও করেন৷ ক্রিকেটারদের কাছে এই স্টাইল বল করায় সকলেই হাসছিলেন কারণ তিনি স্পিন বোলিং করেন৷  দেখে নিন ভাইরাল ভিডিও৷

advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া মেডিনসনের বোলিং টুইটারে শেয়ার করে৷ ব্যাট হাতে তিনি ১২ বলে ৫ টি চারের সাহায্যে ২০ রান করেন৷ এই অজি ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে ৬ টি টি টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলেন৷ ফার্স্টক্লাস ক্রিকেটে তাঁর নামে ৮ উইকেট রয়েছে৷

advertisement

আরও পড়ুন -IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

মেডিনসন ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক করেছিলেন৷ ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে ১৬ বলে ৩৪ রান করেছিলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়া পেল জসপ্রীত বুমরাহ, বাঁহাতে ছোঁড়েন ইয়র্কার, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল