আইপিএল (IPL 2022) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দল কেন উইলিয়ামসনের চোট নিয়ে চিন্তায় থাকবে৷ আইপিএল ২০২২ হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন৷ ফ্রাঞ্চাইজি ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে৷
আরও পড়ুন - IND vs WI : রোহিত শর্মার ভারতের সামনে ইতিহাসের হাতছানি, এই প্রথমবার হবে নজির
একাধিকবার হাত কাটার ভাবনা- উইলিয়ামসন
advertisement
কেন উইলিয়ামসন (Kane Williamson) stuff.co.nz -কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘একাধিকবার তাঁর মনে হয়েছিল নিজের বাঁ হাত ধারালো কিছু দিয়ে কেটে আলাদা করে দেন৷ ৩১ বছরের কেন উইলিয়ামসন দুই দিকপাল ক্রিকেটার স্টিভ স্মিথ ও সচিন তেন্ডুলকরের পরামর্শ নিয়েছিলেন৷ ’’
আরও পড়ুন - KKR: আইপিএল মেগা অকশনে এই বাংলার ক্রিকেটারদের দিকে নজর থাকছে কেকেআরের
সচিন তেন্ডুলকরও নিজের কেরিয়ের টেনিস এলবোর সমস্যা নিয়ে জেরবার হয়েছিলেন৷ কেরিয়ারেও সেটা বিপদ হয়ে ঘুরছিল৷ পরে অবশ্য তিনি এই বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন৷
উইলিয়ামসন বলেছেন, ‘‘এমন মনে হয় এই চোট নিয়ে প্রত্যেকের নিজের নিজের কাহিনী৷ আছে৷ এই নিয়েই শুধু আমি আশা বাঁচিয়ে রেখেছে৷ কিন্তু এটা ছাড়া আমার আর কিছু নেই৷ এত অসুবিধা করছে যে মাথাও নাড়াতে অসুবিধা হচ্ছে৷ ’’
তিনি আরও জানিয়েছেন , ‘‘আশার বিষয় নিউজিল্যান্ড ক্রিকেট ও তাঁদের মেডিক্যাল টিম তাঁকে সাপোর্ট করছে৷ কিন্তু একজন ক্রিকেটার হিসেবে এর থেকে সেরে ওঠা মুশকিল৷’’