কলকাতা : তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী মাসে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা হয়নি দলের অভিজ্ঞ ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের।
advertisement
সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে, এর পর হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। বিশ্বকাপ সামনে, তাই এই ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিচেল স্যান্টনার।
টি-টোয়েন্টি স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার ম্যাট হেনরি ও অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন কাইল জেমিসন। সাম্প্রতিক সময়ের ভাল পারফরম্যান্সের জেরে দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মিচেল রে ও জেডন লেনক্স।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং। ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউজিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন- ফের ঝড় তুললেন তুললেন বৈভব, দ্রুততম সেঞ্চুরি তালিকায় নজির সূর্যবংশীর! ভাঙলেন তারকার রেকর্ড
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।
টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।
