TRENDING:

SIR Notice: এবার টুটু বসুকে SIR-নোটিস, সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে

Last Updated:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে ডাক পেলেন মোহনবাগান ক্লাবের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট বাঙালি শিল্পোদ্যোক্তা টুটু বসু। সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে। ১৯ জানুয়ারি টুটু বসুকে তলব নির্বাচন কমিশনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে তলব করার পর এবার টুটু বসুকে SIR-নোটিস। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে ডাক পেলেন মোহনবাগান ক্লাবের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট বাঙালি শিল্পোদ্যোক্তা টুটু বসু। সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে। ১৯ জানুয়ারি টুটু বসুকে তলব নির্বাচন কমিশনের। তলবের কথা জানালেন তৃণমূলের কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে মন্তব্য পোস্ট করেন কুণাল।
টুটু বসুকে SIR-নোটিস
টুটু বসুকে SIR-নোটিস
advertisement

এর আগে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে। তাঁর পরিবারের আরও তিন সদস্যও নোটিস পেয়েছেন। এসআইআর শুনানিতে তলব করা হয় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকেও। যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে। ক্রিকেট খেলার ব্যস্ততার কারণে শহরে নেই শামি। তাই পরিবারের পক্ষ থেকে কমিশনকে জানিয়ে দেওয়া হয়, আপাতত শুনানিতে হাজিরা দিতে পারছেন না তিনি। বাড়ি ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানে উদ্যোগী হবেন তিনি।

advertisement

এসআইআর শুনানিতে ডাক পাঠানো হয় আর এক তারকা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকেও। বাংলা দলের হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর এবং তাঁর বাবা উমেশ শুক্লার নাম মেলেনি। সেই কারণেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:শামির পরে লক্ষ্মীরতন! এসআইআর শুনানিতে ফের আরও এক তারকা ক্রিকেটারকে তলব

advertisement

আরও পড়ুন:কোনও রকম হেনস্থা নয়, কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে, পড়াশোনা, চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ওই ভোটারের পরিবারের কোনও সদস্য শুনানিকেন্দ্রে নথি নিয়ে গেলেই হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

শুনানিকেন্দ্রে সশরীরে হাজিরা দেওয়ার ক্ষেত্রে কারা ছাড় পাচ্ছেন? কমিশন জানিয়েছে, পড়াশোনা ও চিকিৎসার কারণে যাঁরা সাময়িক ভাবে রাজ্যের বাইরে আছেন, তাঁরা ছাড় পাবেন। এ ছাড়া, কোনও বেসরকারি সংস্থায় কাজের সূত্রে যাঁরা রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদেরও শুনানিতে সশরীরে হাজিরার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নো-ম্যাপিং এবং এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির কারণে এই ভোটারদের কাউকে শুনানির নোটিস ধরানো হলে তাঁদের সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে তাঁদের পরিবারের কোনও সদস্য উপযুক্ত নথি নিয়ে শুনানিকেন্দ্রে যাবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Notice: এবার টুটু বসুকে SIR-নোটিস, সপরিবারে হাজিরার তলব বাংলার শিল্পপতিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল