TRENDING:

১৩০ করল দুই দলই! ফাইনালে সুপার ওভার! জিতল কে? NCC টুর্নামেন্ট জমজমাট

Last Updated:

NCC tournament 2025 চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর। পরপর ২ বছর চ্যাম্পিয়ন্স তারা। NCC tournament-এর ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে ১৩০ রানে অলআউট হয়ে যায় আলিপুরদুয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: NCC tournament 2025 চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর। পরপর ২ বছর চ্যাম্পিয়ন্স তারা। NCC tournament-এর ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে ১৩০ রানে অলআউট হয়ে যায় আলিপুরদুয়ার। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সুজিত বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের হয়ে ৩ টি করে উইকেট নেন বিকাশ পাত্র ও ঋত্বিক গুচ্ছাইত।
News18
News18
advertisement

ফাইনাল গড়াল সুপার ওভারে। ফাইনাল ম্যাচে হাইভোল্টেজ থ্রিলার, শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। পূর্ব মেদিনীপুর ও আলিপুরদুয়ার, দুই দলই তোলে ১৩০ রান। সুপার ওভারে ১৬ রান করে পূর্ব মেদিনীপুর। আলিপুরদুয়ার তোলে ৭ রান।

আলিপুরদুয়ারকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, এনসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, এনসিসির সেক্রেটারি নীরজ কাজারিয়া, সিএবির জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস-সহ বিভিন্ন জেলার ডিএসএর সদস্যরা।

advertisement

আরও পড়ুন- চেন্নাইয়ে সিংহ শিকার কলকাতার! অধিনায়কত্বে ফেরাটা সুখের হল না ধোনির! লজ্জাজনক হার সিএসকের

প্রথমে ব্যাট করে আলিপুরদুয়ার ১৯.৩ ওভারে ১৩০ রান করে। সুজিত বিশ্বাস ২৫ বলে ২৮ রান করেন। শুভদীপ শর্মা করেন ২৬ বলে ১৮ রান। এ ছাড়া মালি ১৬ এবং আলমান্ডা ১৩ রান করেন। জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পূর্ব মেদিনীপুর ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।

advertisement

শেষ দিকে রোহিত মন্ডলের ১৪ বলে ১৯ রান এবং শঙ্কর পানিগ্রাহির ১১ বলে ২২ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে শেষ হয় পূর্ব মেদিনীপুরের ইনিংস। শেষ পর্যন্ত সুপার ওভারে ফাইনালের নিষ্পত্তি হয়। বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৪৯৬ রান করে সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন দার্জিলিং আনস্টপেবলের নিলেশ রাই।

advertisement

আরও পড়ুন- ডায়মন্ডহারবারের স্বপ্নের উড়ান,আইলিগে পৌছে টার্গেট আইএসএল,শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায় ১২ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন। ব্যাট হাতে ২৯৭ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছেন দেবী। ১৯ রান করে এবং ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছেন পূর্ব মেদিনীপুরের রোহিত। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে দার্জিলিং।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
১৩০ করল দুই দলই! ফাইনালে সুপার ওভার! জিতল কে? NCC টুর্নামেন্ট জমজমাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল