বর্তমানে ৩৬ তম জাতীয় গেমসে অংশ নেওয়ার জন্য় গুজরাতে রয়েছেন পিভি সিন্ধু। আর এই সময় নবরাত্রি উপলক্ষ্য়ে গুজরাত জুড়ে উৎসবের আবহ। এই সময় গুজরাতে গরবার তালে মেতে ওঠেন সকলে। নিজেকেও গরবা থেকে দূরে রাখতে পারলেন না পিভি সিন্ধু। জাতীয় গেমসে অংশ নিতে গিয়ে গুজরাতের একটি নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারকা শাটলার। তবে সিন্ধু একা নয়, সঙ্গে ছিলেন অঞ্জু ববি জর্জ, টি মুরগুন্ডে সহ অন্য়ান্য় অ্য়াথলিটরা। অনুষ্ঠানে সকলকে একসঙ্গে গরবা নাচতে দেখা য়ায। গরবার তাল ও ছন্দ চুটিয়ে উপভোগ করেন পিভি সিন্ধু।
advertisement
আরও পড়ুন: পুজোয় বড় চমক শুভেন্দু অধিকারীর! প্ল্যান জানিয়ে দিলেন News 18 বাংলা-কে
আরও পড়ুন: কাবুলে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৩! হতাহত বৃদ্ধির আশঙ্কা
সাই মিডিয়ার তরফ থেকে পিভি সিন্ধু, অঞ্জু ববি জর্জদের গরবা নাচ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়। যেই ভিডিও রিট্য়ুইট করেন পিভি সিন্ধুও। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নেটিজেনরা সকলেই খব পছন্দ করেছেন পিভি সিন্ধুদের নাচ। ব্য়াডমিন্টন কোর্টের বাইরে নাচেও য়ে বেশ পটু ভারতীয় তারকা শাটলার তা এর আগেও একাধিকবার প্রমাণ করেছেন পিভি সিন্ধু।