TRENDING:

South Dinajpur News : শিশু মনকে ধরে রাখতে অভিনব উদ্যোগ! খুদে দাবারুদের চাল শেখালেন দিব্যেন্দু বরুয়া

Last Updated:

South Dinajpur News: নতুন প্রজন্ম মোবাইল ও ইন্টারনেটের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে। সেই আসক্ত কে লাঘব করবার জন্য গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বরুয়ার তত্ত্বাবধানে রাজ্য দাবা সংস্থার অনুমোদনে দীর্ঘমেয়াদি দাবা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: খুদে দাবারুদের উদ্ভুদ্ধ করতে বালুরঘাটে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বরুয়া। দীর্ঘদিন যাবৎ দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে বালুরঘাট শহরে চলছে দাবা কোচিং ক্যাম্প। যেখানে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা সংক্রান্ত একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন একাধিক প্রশিক্ষক সহ বিখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া।
advertisement

এদিন জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দুর পাশাপাশি আন্তর্জাতিক আরবিটার অসিতবরণ চৌধুরীকে সংবর্ধিত করেছে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা। উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ, মহকুমাশাসক সুব্রত বর্মন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায় সহ একাধিক বিশিষ্টজন। মূলত, দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে জেলায় তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর দাবা সংস্থা গত প্রায় এক বছর আগে। যেখানে চলছে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। এবিষয়ে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানান,”প্রতিভাবান ছেলেমেয়েরা এই জেলায় রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে একাধিক বিষয় নিয়ে পরিকল্পনা আছে।”

advertisement

আরও পড়ুনঃ বাইকে করে দুই ভাই গিয়েছিলেন বউ আনতে! ক্রুণাল পান্ডিয়ার প্রেম কাহিনি হার মানেবে বলিউড সিনেমাকে

দাবা সংস্থার পক্ষ থেকে যারা যায়, শারীরিক কসরতের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বৌদ্ধিক বিকাশেরও দরকার। সেক্ষেত্রে দাবা একটি অন্যতম খেলা। পাশাপাশি, নতুন প্রজন্ম মোবাইল ও ইন্টারনেটের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে। সেই আসক্তিকে লাঘব করবার জন্য গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বরুয়ার তত্ত্বাবধানে রাজ্য দাবা সংস্থার অনুমোদনে দীর্ঘমেয়াদি দাবা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

পাশাপাশি, এদিন খুদে দাবারুদের গ্র্যান্ড মাস্টার দেখান ১৬ বছর বয়সে বিখ্যাত এক দাবরুকে তিনি কীভাবে হারিয়েছিলেন। সঙ্গে চালগুলো সম্পর্কে ওয়াকিবহাল করান। আগামী প্রজন্মের মধ্যে দাবা খেলোয়াড়দের উৎসাহিত করতে ও বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের দেশের দাবার দরবারে পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/খেলা/
South Dinajpur News : শিশু মনকে ধরে রাখতে অভিনব উদ্যোগ! খুদে দাবারুদের চাল শেখালেন দিব্যেন্দু বরুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল