নিলামে নীতা আম্বানির সঙ্গে উপস্থিত ছিলেন পুত্র আকাশ আম্বানি ও মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড মাহেলা জয়াবর্ধনে, মহিলা মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ এডওয়ার্ডস, বোলিং কোচ ঝুলন গোস্বামী সহ অন্যান্যরা। নিলামের পর মিসেস নীতা আম্বানি জানিয়েছেন,"নিলাম সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম নিলাম, সত্যিই একটি ঐতিহাসিক দিন ছিল। সমস্ত মহিলা ক্রিকেটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে অভিভূত হয়েছি।"
advertisement
এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স দল গঠন নিয়ে নীতা আম্বানি বলেছেন, "একটি দল হিসেবে আমরা যেভাবে নিলামটি সম্পন্ন করেছি তাতে খুব খুশি। মুম্বই ইন্ডিয়ান্সে ভারতীয় দলের অধিনায়ককে পেয়ে আমরা খুশি। আমাদের দলে ইতিমধ্যেই ভারতীয় পুরুষ দলের অধিনায়কও রয়েছে। দলে ন্যাট, পূজা বস্ত্রকর এবং এমআই পরিবারে যোগদানকারী সমস্ত প্রতিভাবান মহিলাদের দেখে আমরা খুব খুশি।" দলের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার।
আরও পড়ুনঃ WPL 2023: কবে-কখন-কোন দলের খেলা, মেয়েদের আইপিএলের সূূচি ঘোষণা করল বিসিসিআই, জেনে নিন বিস্তারিত
এবার পুরুষদের আইপিলে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ করবে। রোহিতকে শুভেচ্ছা জানিয়ে এই বিষয়ে মিসেস নীত আম্বানি বলেছেন, “আমি রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্সে একজন খেলোয়াড় থেকে অধিনায়ক হতে দেখেছি। এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রোহিতের ১০ বছর পূর্ণ হচ্ছে। আমরা এখন এমআই পরিবারে হরমনপ্রীত কউরকে স্বাগত জানাচ্ছি।”
ভারতীয় দলের দুই অধিনায়ককে একসঙ্গে পেয়ে খুশি মুম্বই ইন্ডিয়ান্স কর্ণধার। এই প্রসঙ্গে বলেছেন,"তাঁরা উভয়ই দুর্দান্ত অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং জয়ের মানসিকতা নিয়ে এসেছে। তাঁরা আমাদের সমস্ত তরুণদের জন্য বিশাল অনুপ্রেরণা। এই দুই খেলোয়াড়কে পেয়ে আমরা সত্যিই উচ্ছ্বসিত।" এছাড়া ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মিসেস নীতা আম্বানি। একইসঙ্গে মেয়েদের সিনিয়র দলকে চলতি টি-২০ বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ও সাফল্য কামনা করেছেন।