মরসুমের শুরুর দিক হওয়ায় রাচীর উইকেট সতেজ ছিল। ঘাসও যথেষ্ট ছিল উইকেটে। সকালের দিকে উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। মুম্বই বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলার ইনিংস। অভিমন্যু ঈশ্বরন, ঋত্বিক চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ় আহমেদরা কেউই বড় রান পাননি। একমাত্র ৬৪ বলে ৪৭ রান করেন মনোজ তিওয়ারী। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তানুশ কোটিয়ান।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জয় পেতে কোনও অসুবিধা হয়নি মুম্বই দলের। পৃথ্বি শ ২৬ রান করে আউট হন। ১০ রান করেন যশশ্বী জয়সওয়াল। অধিনায়ক অজিঙ্কে রাহানে ও উইকেট রক্ষক হার্দিক তোমরের ব্যাটে ভর করে জয় পায় মুম্বই। অনবদ্য অর্ধশতরান করেন অজিঙ্কে রাহানে। ৭৪ রানের পার্টনারশিপ করেন তোমর ও রাহানে জুটি। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন রাহানে ও ১৮ রানে অপরাজিত থাকেন তোমর। রবিবার বাংলার পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ মিজোরাম।
