TRENDING:

Mukesh Ambani: এবার কী ইপিএল? লিভারপুল কিনতে আগ্রহী মুকেশ আম্বানি

Last Updated:

ইপিএলের অন্যতম জনপ্রিয় ক্লাব লিভারপুল৷ ৬৫ বছরের মুকেশ অম্বানি যদি এই ইউরোপীয় ক্লাবে বিনিয়োগ করে তাহলে তা সেই দলে প্রচুর অক্সিজেনের জোগান দেবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: রিলায়েন্সের মালিক , আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার পাশাপাশি আইসিএলের মূল উদ্যোক্তা মুকেশ  অম্বানি এবার ইপিএলের হাতছানিতে সাড়া দিতে পারেন। বিলিয়নেয়ার  মুকেশ অম্বানি  এবার  লিভারপুলে অংশীদারিত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ভারতীয়  পার্টনারশিপের হাতছানি।
Mukesh Ambani is egar to buy stake in Liverpool FC
Mukesh Ambani is egar to buy stake in Liverpool FC
advertisement

অম্বানি, যার মোট সম্পত্তির পরিমাণ মূল্য প্রায়  ৯০ বিলিয়ন ইউরো এবং ফোর্বসের সাম্প্রতিক ধণীতমদের তালিকায় তিনি  অষ্টম ধনী ব্যক্তি।  ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলের অন্যতম বড়  ক্লাব সম্পর্কে আগ্রহী তিনি।

তবে লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের অস্থায়ী অফার নিয়ে তাকে মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য পক্ষের আগ্রহের বিরুদ্ধে লড়াই করতে হবে।

advertisement

আরও পড়ুন -  Sania Mirza and Shoaib Malik Break Up: বিয়েটাও কী ভেঙে যাবে জল্পনার মধ্যেই টিভি শো তে কান্নায় ভেঙে পড়লেন শোয়েব মালিক

সূত্রের খবর ৪ বিলিয়ন ইউরোতে  ক্লাবের সত্ত্ব  বিক্রি করতে ইচ্ছুক লিভারপুল ম্যানেজমেন্ট। শুধু অর্থের হিসেবেই নয় মুকেশ অম্বানি একজন বড় ক্রীড়াপ্রেমী।

advertisement

তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক এবং ভারতীয় ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা। যদিও ভারতে সবচেয়ে জনপ্রিয়  ক্রিকেট, যা কার্যত ধর্ম, তবে এর পাশাপাশি ইউরোপীয় ফুটবলেও ভারতীয় দর্শকরা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।  ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য ফ্যানদের মধ্যে তুমুল  আগ্রহ রয়েছে।  লিভারপুলেরও ভারতে বড় ফ্যানবেস রয়েছে।

ইপিএলের অন্যতম জনপ্রিয় ক্লাব লিভারপুল৷ ৬৫ বছরের মুকেশ অম্বানি যদি এই ইউরোপীয় ক্লাবে বিনিয়োগ করে তাহলে তা সেই দলে প্রচুর অক্সিজেনের জোগান দেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিকে লিভারপুল কিনতে মুকেশ অম্বানির পাশাপাশি বেশ কয়েকটি জায়গার কয়েকটি ক্লাব এগিয়ে রয়েছে৷ দুবাই, বাহেরিন, আমেরিকা আগ্রহী৷ তবে এছাড়া আরও কয়েক জন ধনকুবের এই ক্লাব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Ambani: এবার কী ইপিএল? লিভারপুল কিনতে আগ্রহী মুকেশ আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল