Sania Mirza and Shoaib Malik Break Up: বিয়েটাও কী ভেঙে যাবে জল্পনার মধ্যেই টিভি শো তে কান্নায় ভেঙে পড়লেন শোয়েব মালিক

Last Updated:

Sania Mirza and Shoaib Malik Break Up: একটি শো চলাকালীন কান্নায় দু চোখ ভিজে আসে শোয়েব মালিকের৷ রুমাল দিয়ে দু চোখ চেপে ধরেন প্রাক্তন পাক অধিনায়ক৷ যা এখন নিঃসন্দেহে ভাইরাল ভিডিও৷

Sania Mirza and Shoaib Malik Break Up
Sania Mirza and Shoaib Malik Break Up
#ইসলামাবাদ: শোয়েব মালিক এবং সানিয়া মির্জা কি আলাদা হয়ে গেছেন? দাম্পত্যের পথ ভেঙে দুজনের পথ কি এখন আলাদা হয়ে গেছে? গত কয়েকদিন ধরে দু'জনের সম্পর্কেই একের পর এক এমনই সব খবর আসছে. সানিয়া মির্জা ও শোয়েব মালিক ব্রেক আপের জল্পনায় জোর হাওয়া দিচ্ছে৷  কিন্তু, সত্যিটা কী, তা কেউ জানে না। সানিয়া ও শোয়েবের সম্পর্ক নাকি এতটাই তলানিতে যে এবার আইনি পথে হেঁটে ডিভোর্স হবে এই তারকা দম্পতির একদিন আগে থেকে পাক মিডিয়ায় এই জল্পনা চরমে পৌঁছেছে৷ এই সব গুজব, জল্পনার মধ্যেই  শোয়েব মালিকের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে একটি লাইভ টিভি শোতে তাকে কাঁদতে দেখা গেছে।
একটি শো চলাকালীন কান্নায় দু চোখ ভিজে আসে শোয়েব মালিকের৷ রুমাল দিয়ে দু চোখ চেপে ধরেন প্রাক্তন পাক অধিনায়ক৷ যা এখন নিঃসন্দেহে ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
তবে এদিন ক্যামেরার সামনে  তাঁর কান্নার কারণ  সানিয়া মির্জা বা তাঁদের বিয়ে নয়। লাইভ শোতে ১৩ বছরের পুরনো একটি ঘটনার কথা মনে করে মালিকের চোখ থেকে জল বেরিয়ে আসে। আর হ্যাঁ, শোয়েবের এই কান্না ছিল খুশির। যা ঘটনা পেরিয়ে যাওয়ার এত বছর পরেও শোয়েব মালিককে আবেগপ্রবণ করে তুলেছিল।
advertisement
২০০৭ -এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছিল। সেই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই পরাজয়ে শুধু পাকিস্তান দলই নয় শোয়েব মালিকের মন ভেঙে যায়। কিন্তু, দু-বছর পর পাকিস্তান নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করে নেয়৷   ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং ইউনিস খানের নেতৃত্বে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতে নেয়। শোয়েব মালিকও সেই চ্যাম্পিয়ন দলের একজন অংশ ছিলেন এবং লাইভ শোতে এই বিশ্বকাপ জয়ের একটি মুহূর্ত স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
advertisement
১৩ বছরের পুরনো ঘটনা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন শোয়েব
শোয়েব এই শোতে নিজের আবেগপ্রবণ হওয়ার পুরো ঘটনাটি বলেছেন। তিনি বলেন, ‘‘২০০৯ সালে যখন আমরা টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমি একজন নতুন খেলোয়াড়। তখন ক্যাপ্টেন ইউনিস খান আমাকে ডেকে বললেন, তুমি ট্রফি তুলবে। একজন নতুন খেলোয়াড়ের জন্য এটা ছিল বড় ব্যাপার। ’’ অধিনায়কের এই ভাবনা এবং সেই মুহুর্তের কথা মনে করে শোয়েব আবেগাপ্লুত হয়ে পড়েন এবং লাইভ টিভি অনুষ্ঠানে সেই স্মৃতি মনে করেই কেঁদে ফেলেন তিনি৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Sania Mirza and Shoaib Malik Break Up: বিয়েটাও কী ভেঙে যাবে জল্পনার মধ্যেই টিভি শো তে কান্নায় ভেঙে পড়লেন শোয়েব মালিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement