TRENDING:

MS Dhoni: ফিনিশ নয়, এখনও ফিনিশার ধোনি! মাহির কাঁধে ভর করেই জয়ে ফিরল সিএসকে

Last Updated:

MS Dhoni: ফের একবার আইপিএলে ধোনি ধামাকা। ঝলক দেখা গেল সেই ফিনিশার ধোনির। হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া চেন্নাই সুপার কিংসকে ফের একবার জয়ের রাস্তায় ফেরালেন অধিনায়ক ধোনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের একবার আইপিএলে ধোনি ধামাকা। ঝলক দেখা গেল সেই ফিনিশার ধোনির। হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া চেন্নাই সুপার কিংসকে ফের একবার জয়ের রাস্তায় ফেরালেন অধিনায়ক ধোনি। লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে জয় পেল সিএসকে। এলএসজির দেওয়া ১৬৬ রানের টার্গেট ৩ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে ৫ বারের আইপিএব জয়ীরা। ১১ বলে ২৬ রানের ম্যাচ উইনিং ইনিংস খেললেন মাহি।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথম থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকায় পাওয়াক প্লে-তে বেশি রান করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। ওপেনে মিচেল মার্শ ৩০ রানের ইনিংস খেললেও বড় স্কোর করতে পারেননি। চাপের মুহূর্তে প্রতিযোগিতায় প্রথম রানে ফেরেন ঋষভ পন্থ। কার্যত একার হাতে দলকে টানেন এলএসজি অধিনায়ক। সেট হওয়ার পর খেলেন একাধিক আক্রমণাত্মক শট। পন্থের ব্যাটে ভর করেই ১৫০ রান পার করে এলএসজি।

advertisement

শেষের দিকে ঋষভ পন্থকে সঙ্গ দেন আবদুল সামাদ। অর্ধশতরানের পার্টনারশিপ করেন পন্থ ও সামাদ। আবদুল সামাদ ২০ রান করে আউট হন। শেষ দ্রুত রান করতে গিয়ে আউট হন পন্থ। ৪৯ বলে ৬৩ করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে লখনউ সুপার জায়ান্টস। সিএসকের হয়ে ২টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা।

advertisement

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভালই করে সিএসকে। শেইক রাশিদ ও রাচিন রবীন্দ্র পাওয়ার প্লে মারকাটারি ব্যাটিং করেন। ৫০ রানের পার্টনারশিপও করেন সিএসকের দুই ওপেনার। কিন্তু শেইক রাশিদ ২৭ ও রাচিন রবীন্দ্র ৩৭ রান করে আউট হতেই ব্যর্থ সিএসকের মিডল অর্ডার। রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা ও বিজয় শঙ্কররা কেউ বড় রান করতে পারেননি।

advertisement

আরও পড়ুনঃ KKR vs PBKS: কেকেআরের ৫ বড় চিন্তা! পঞ্জাব কিংসের বিরুদ্ধে যা ভোগাতে পারে নাইটদের!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

১১১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। কমে যায় রানের গতিও। এরপর ক্রিজে আসেন ধোনি। লাগাতার ষষ্ঠ হার সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। কিন্তু কামাল দেখালেন বুড়ো ধোনি। শিবম দুবেকে সঙ্গে নিয়ে শুধু ম্যাচ উইনিং পার্টনারশিপ করলেন তাই নয়, আরও একবার প্রমাণ করে দিলেন ধোনিরা ফিনিশ হয় না ফিনিশ করে। শিবম দুবে ৩৭ বলে ৪৩ রান করেন। ধোনি ১১ বলে ৪টি চার ও ১টি ছয়ের সৌজন্যে ২৬ রানের মারকাটারি ইনিংস খেলেন। ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সিএসকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: ফিনিশ নয়, এখনও ফিনিশার ধোনি! মাহির কাঁধে ভর করেই জয়ে ফিরল সিএসকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল