ধোনির জন্মদিনের কেক কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই উদযাপনের ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় ধোনির পাশে ছিলেন মাত্র ৭ জন সাধারণ মানুষ, যারা ধোনির দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠ। তারা কেউ নামকরা ব্যক্তি নন, বরং রাঁচিতে ধোনির পরিচিত কয়েকজন, যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ধোনি কেক কেটে নিজ হাতে সেই ৭ জনকে খাইয়ে দেন।
advertisement
‘৭’ সংখ্যার সঙ্গে ধোনির জীবনের একটি গভীর সম্পর্ক রয়েছে। তার জন্ম তারিখ ৭ জুলাই, জার্সি নম্বর ছিল ৭, এমনকী গাড়ির নম্বর প্লেটেও ৭ সংখ্যা ব্যবহার করেন তিনি। যদিও কেক ভাগ করে ৭ জনকে খাওয়ানো ইচ্ছাকৃত ছিল কিনা তা নিশ্চিত নয়, তবে এই মিলকে উপেক্ষা করা যায় না। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়ে গিয়েছে আলোচনা।
আরও পড়ুনঃ Shubman Gill: প্রথম টেস্ট জয়ের পরই গিলের মুখে ‘অবসরের’ কথা! বড় ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক
ধোনির জন্মদিন ঘিরে শুধু রাঁচি নয়, দেশের অন্যান্য শহরেও উৎসবের পরিবেশ। হায়দরাবাদ সহ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভক্তরা কেক কাটছেন, মিষ্টি বিতরণ করছেন এবং বড় বড় হোর্ডিং টাঙিয়ে তাদের প্রিয় অধিনায়কের জন্মদিন উদযাপন করছেন। খেলা ছাড়ার এত বছর পরও ধোনির প্রতি ফ্যানেদের ভালবাসা এতটুকু কমেনি এই ভালবাসা তার প্রমাণ।