TRENDING:

Mohun Bagan: এএফসির ম্যাচ খেলতে ইরান যাবে না মোহনবাগান, শিল্ড খেলার সিদ্ধান্ত বাগানের

Last Updated:

Mohun Bagan: এএফসি চ্য়াম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান। অবশেষে জল্পনার অবসান হল। অষ্টমীর দিন সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু সেই ম্যাচ খেলতে যেতে পারছে না ইরান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এএফসি চ্য়াম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান। অবশেষে জল্পনার অবসান হল। অষ্টমীর দিন সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু সেই ম্যাচ খেলতে যেতে পারছে না ইরান।
ইরান যাচ্ছে না মোহনবাগান
ইরান যাচ্ছে না মোহনবাগান
advertisement

জানা গিয়েছে, বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার জন্য ইরান ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না মোহনবাগানের। রবিবার সকালে দুবাই হয়ে ইরান যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসা সমস্যায় বিদেশ যাওয়া হচ্ছে না মোহনবাগানের। কারণ শুধু দেশীয় ফুটবলার নিয়ে বিদেশ যেতে হবে মোহনবাগানকে, তাতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও রয়েছে। শেষ পর্যন্ত যা খবর, নিরাপত্তার দিকটা অগ্রাধিকার দিয়েই ইরান যাচ্ছে না বাগান।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! রক্তে ভাসল এলাকা

পাশাপাশি ইরান না গেলেও আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান। এর আগে শিল্ডে প্রথম দল খেলানো নিয়ে সংশয়ে ছিল বাগান, কিন্তু শেষ পর্যন্ত কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম দল নিয়েই শিল্ড খেলবে তারা। কোচ মোলিনা সুপার কাপের প্রস্তুতি হিসাবে এই ম্যাচকে নিতে চান বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এই বছর শিল্ডে খেলবে ইস্টবেঙ্গলও। আরও বেশ কিছু ভাল ক্লাব অংশ নিতে পারে শিল্ডে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: এএফসির ম্যাচ খেলতে ইরান যাবে না মোহনবাগান, শিল্ড খেলার সিদ্ধান্ত বাগানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল