TRENDING:

Mohun Bagan: সুপার কাপের লক্ষ্যে প্রস্তুতি শুরু মোহনবাগানের, ফিট হওয়ার লড়াই তিরি, জনির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনেই সুপার কাপ। তাই আর প্রস্তুতি শুরু করতে দেরি করতে চান না মোহনবাগান কোচ। লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আই লিগ এবং আইএসএলের দলের বিপক্ষে খেলা হবে। লড়াইটা মোটেও সহজ নয়। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের দিন দশেকের ছুটি দিয়েছিলেন এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। তিনি নিজেও স্পেনে ছুটি কাটাতে যান।
ফিট হওয়ার চেষ্টায় তিরি এবং জনি
ফিট হওয়ার চেষ্টায় তিরি এবং জনি
advertisement

এই পর্বে অবশ্য কলকাতায় রিহ্যাবে ব্যস্ত ছিলেন জনি কাউকো ও তিরি। রবিবার সকালের মধ্যে ছুটি কাটিয়ে শহরে ফিরছেন সব বিদেশিরাই। বিকেলে সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে সুপার কাপের প্রস্তুতি শুরু হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডের। এই প্রতিযোগিতায় মোহনবাগানের প্রথম খেলা ১০ এপ্রিল। বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের বিরুদ্ধে সেদিন ফুটবলারদের পরখ করে নেবেন কোচ হুয়ান্দো।

advertisement

আরও পড়ুন - Yuvraj: ধোনির থেকেও ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজের অবদান অনেক বেশি! বোমা ভাজ্জির

তারপর প্রীতম কোটাল-দিমিত্রি পেত্রাতোসরা খেলবেন যথাক্রমে ১৪ এপ্রিল (জামশেদপুর এফসি) ও ১৮ এপ্রিল (এফসি গোয়া)। এদিকে, গত এক সপ্তাহে কলকাতায় রিহ্যাব পর্বে তিরির পারফরম্যান্সে খুশি দলের ফিজিক্যাল ট্রেনার। তাঁর পাঠানো রিপোর্ট সন্তুষ্ট করেছে কোচ হুয়ান ফেরান্দোকে। স্প্যানিশ স্টপারটিকে অনুশীলনে দেখে নিয়ে সুপার কাপে ব্যবহার করতে পারেন তিনি।

advertisement

তবে জনি কাউকোর ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে। জনি নিজে দলের সঙ্গে মিশে একটু একটু করে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। দুই বিদেশির মধ্যে হামিল এবং গায়েগোকে ছেড়ে দিতে হতে পারে এমন সম্ভাবনা উজ্জ্বল। হুগো বুমু নিয়েও আলোচনা চলছে। একজন ভাল বিদেশি স্ট্রাইকার নিয়ে আসতে পারে সবুজ মেরুন। তবে সেটা সুপার কাপের পরে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: সুপার কাপের লক্ষ্যে প্রস্তুতি শুরু মোহনবাগানের, ফিট হওয়ার লড়াই তিরি, জনির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল