এর আগে বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছিল ১০ তারিখ ডার্বি হলে কোনওভাবই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ওই দিন সকাল ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। প্রাথমিকভাব জানানো হয়েছিল পিছিয়ে যাচ্ছে ডার্বি। ১১ তারিখ হতে পারে বলেও জল্পনা ছিল। এমনটাও শোনা যাচ্ছিল ডার্বি ভুবনেশ্বরে স্থানান্তরিত হতে পারে। তবে সমর্থকদের কথা মাথায় রেখে রাত ৯টা থেকে ডার্বি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: আইপিএলের আগেই অবসর ধোনির? সিএসকে-তে দেখা যাবে নতুন ভূমিকায়! ঝড় তুলল ধোনির পোস্ট
তবে ম্যা অন্যত্র সরাতে রাজি ছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। কারণ এটি লাল-হলুদের হোম ম্যাচ। আর রবিবারের পরিবর্তে সোমবারের মত কর্মব্যস্ত দিনে ডার্বি করাতেও নিমরাজি ছিল লাল-হলুদ কর্তৃপক্ষ। ফ্যানেদের মধ্যেও রবিবারই ডার্বি করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ব্রিগেড শেষের পর কিছুটা সময় ছেড়ে তারপর ডার্বি করতে রাজি হয়েছে পুলিশ-প্রশাসন।