তা হলে? দর কষাকষি, আপোস, আলোচনাতেই বাগান ভোটে রফাসূত্র খোঁজার চেষ্টা প্রায় শেষের পথে ৷ মিলিজুলি ফর্মুলায় ভাগাভাগি হয়ে যাচ্ছে সচিব ও সভাপতি-সহ পুরো কমিটি ৷ উপরমহলের বাতলে দেওয়া ফর্মুলায় সচিবের সিংহাসনে ফিরছেন সৃঞ্জয় বোস। সভাপতির আলঙ্কারিক পদে টুটু বোসের জায়গায় দেবাশীষ দত্ত। বাগান কমিটির বাকি পদ ভাগাভাগি হয়ে যাবে সৃঞ্জয় ও দেবাশীষের অনুগামীদের মধ্যে।
advertisement
মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তাপ ও উত্তেজনার আঁচ পড়ছিল রাজনৈতিক মহলে। ভাগ হয়ে যাচ্ছিল পাল্লায় ভারি রাজনৈতিক অন্দরমহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই বাগানের দুই হেভিওয়েটকে সমঝোতার রাস্তায় সরে আসতে বলা হয়। বাগানে শান্তির জল ছেটানোর দায়িত্ব বর্তায় রাজ্যের প্রথম সারির নেতা ও মন্ত্রীর উপর। তারপরেই এই সন্ধির সিদ্ধান্ত।
নির্বাচনের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণা না করা হলেও ২২ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোট হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। শুরু হয়ে গিয়েছিল নির্বাচনী প্রক্রিয়াও। ৯ জুন মনোনয়ন পেশের শেষ দিন। দুই পক্ষের শান্তি চুক্তি মত সেই দিনেই মনোনয়ন পত্র জমা দিতে পারে সৃঞ্জয় ও দেবাশীষ গোষ্ঠী।
আরও পড়ুন– রাফাল, F-35 বা সুখোই-57 নয়, ভারতের নজর এখন এই যুদ্ধবিমানের দিকে, ঢেলে সাজবে বাহিনী
বাগানে বরং যাবতীয় আকর্ষণ এখন আসন বন্টনের ফর্মুলা নিয়ে ৷ চলতি সপ্তাহের শেষেই এই ইস্যুতে কথা হবে দুই হেভিওয়েটের। তারপরেই সোমবার মনোনয়নপত্র পেশ।
সমঝোতা সূত্র কার্যকর হলে আখরে লাভ সৃঞ্জয়েরই। বাগানে পরিচালক মন্ডলীতে শূন্য থেকে আবারও সচিবের সিংহাসন ফিরে পাওয়া ৷ মাইন্ড গেমে জয়ী টুটু বোসের বড় ছেলে। যদিও দেবাশীষ অনুগামীদের যুক্তি, পিছিয়ে থেকে শুরু করে শেষ ল্যাপে সভাপতির চেয়ার দখলে রাখাটাই তাদের লক্ষ্য ৷