বাগানের মিস্টার ডিপেন্ডেবল প্রীতম পাশাপাশি মনে করিয়ে দিলেন কাজটা প্রচন্ড কঠিন, কিন্তু অসম্ভব নয়। এর আগে ভারত থেকে ইস্টবেঙ্গল, দেম্পো এবং বেঙ্গালুরু এএফসি কাপে দুরন্ত পারফরম্যান্স করেছিল। বিশেষ করে ব্যাঙ্গালুরু ফাইনাল খেলেছিল। ইস্টবেঙ্গল পৌঁছেছিল সেমিফাইনাল পর্যন্ত। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় কোনও দল।
আরও পড়ুন - কলকাতায় পৌঁছল মোহনবাগান, চ্যাম্পিয়নদের বরণ করে নিল লাখ লাখ সমর্থকরা
advertisement
যদিও মোহনবাগান এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেছিল। কিন্তু সেসব অতীত। নতুন টার্গেট এএফসি কাপ। তাছাড়া এই মুহূর্তে মোহনবাগানের প্রধান টার্গেট সুপার কাপ। মমিনপুরে নিজের অফিসে ট্রফি নিয়ে আসার পর কর্ণধার সঞ্জীব গয়েনকা জানিয়ে দিলেন সবাইকে অভিনন্দন পাশে থাকার জন্য। আশা করি সমর্থকরা আগামী দিনে ও এভাবেই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।
প্রীতম নিজে এএফসি কাপ খেলেছেন আগে। তাই সেখানে লড়াইটা আইএসএলএর তুলনায় বেশি কঠিন। কিন্তু প্রীতম এবং মোহনবাগানের বাকি ফুটবলাররা বিশ্বাস করেন নিজেদের সবকিছু দিয়ে খেললে এএফসি কাপে ভাল কিছু করা সম্ভব। আইএসএল চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন দেখা যাচ্ছে। যখন এসব কথা বলছেন মোহনবাগান অধিনায়ক প্রীতম তখন বাইরে তার নামে জয়ধ্বনি দিচ্ছেন সমর্থকরা। চ্যাম্পিয়ন গান বাজছে। সবকিছু উপভোগ করছেন বাগান অধিনায়ক। কিন্তু তার লক্ষ্য যে আরও বড়। স্বপ্ন দেখার নেই সীমা।