TRENDING:

Mohammedan SC: সমর্থকের মৃত্যুতেও হুঁশ ফেরেনি সাদাকালোয়, দর্শক অশান্তিতে বিঘ্ন ম্যাচে জয় মহমেডানের

Last Updated:

ডেভিডের জোড়া গোল। খিদিরপুরকে ৫-০ হারিয়ে সুপার সিক্স শুরু সাদা-কালোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: দলের বা ফুটবলারদের পারফরম্যান্স নয়, মহমেডানের এবার মাথা ব্যাথার কারণ দর্শকদের অশান্তি। ক্লাব মাঠে দলের ম্যাচ মানেই যেন অশান্তি অবধারিত। চলতি মরশুমে অশান্ত গ্যালারির বলি হয়েছেন সমর্থক। কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি সাদাকালোয়। রবিবারেও দর্শক অশান্তির কারণে বিঘ্ন ঘটল কলকাতা লিগের ম্যাচে।
সমর্থকের মৃত্যুতেও হুঁশ ফেরেনি সাদাকালোয়, দর্শক অশান্তিতে বিঘ্ন ম্যাচে জয় মহমেডানের (Photo Courtesy: Mohammedan SC)
সমর্থকের মৃত্যুতেও হুঁশ ফেরেনি সাদাকালোয়, দর্শক অশান্তিতে বিঘ্ন ম্যাচে জয় মহমেডানের (Photo Courtesy: Mohammedan SC)
advertisement

সুপার সিক্সের প্রথম ম্যাচেই বড় জয় পেল মহমেডান স্পোর্টিং। নিজেদের মাঠে খিদিরপুরকে ৫-০ গোলে হারাল চেরনিশভের দল। তবে জয় এলেও সাদা কালোয় কাঁটার মতো বিঁধে রইল নিজেদের মাঠে দর্শক অশান্তির কারণে ফের খেলা বন্ধ থাকার লজ্জা। সেটাও আবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্তর সামনে।

আরও পড়ুন– দশজনের বাগানকে হারাল অভিষেকের ডায়মন্ড, সুপার সিক্সের আগেই ডুবল নৌকা

advertisement

চলতি মরশুমে এই নিয়ে তিনবার মহমেডান মাঠে মাঝপথে থমকে রইল কলকাতা লিগের ম্যাচ। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, এরপর মহমেডান মাঠে খেলা দেওয়ার আগে ভাবা উচিত আইএফএ-র! প্রতিপক্ষ দলও মহমেডান মাঠে নামার আগে নিরাপত্তার বিষয় নিয়ে সুনিশ্চিত হতে চাইবে।

advertisement

রবিবার ঘটনার সূত্রপাত প্রথমার্ধের শেষ দিকে। খিদিরপুর ফুটবলারদের পাতা অফসাইড ট্র্যাপে বারবার ধরা দিচ্ছিলেন মহমেডানের ডেভিড, রেমসাঙ্গা, করণদীপরা। ম্যাচের স্কোরলাইন তখনও গোলশূন্য। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সাদাকালো গ্যালারি। রেফারি ও খিদিরপুরের ফুটবলারদের লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট, বোতল, জুতো। ম্যাচ বন্ধ থাকে প্রায় মিনিট সাত-আট।

আরও পড়ুন- ৩২ লক্ষ কোটি টাকার সম্পত্তি ! চেনেন চতুর্দশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?

advertisement

গ্যালারি শান্ত করার উদ্যোগ নিতে দেখা যায় মহমেডান কর্তা বেলাল আহমেদকে। হ্যান্ডমাইকের মাধ্যমে গ্যালারি শান্ত হওয়ার আবেদন জানাতে থাকেন কলকাতা পুলিশের কর্তারা। কিন্তু ক্ষিপ্ত জনতা তখন কে কার কথা শোনে!

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

চলতি মরশুমেই অশান্ত মহমেডান গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাদাকালো সমর্থক সিরাজউদ্দিন। তারপরেও হুশ ফেরেনি সাদা-কালোর। এই দিন মহমেডানের জয়ে জোড়া গোল করেন ডেভিড। দলের হয়ে অন্য গোলগুলি করেন আঙ্গুসানা, বিকাশ ও স্যামুয়েল। সুপার সিক্সে মহমেডানের পরবর্তী ম্যাচ ২৩ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে!  প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammedan SC: সমর্থকের মৃত্যুতেও হুঁশ ফেরেনি সাদাকালোয়, দর্শক অশান্তিতে বিঘ্ন ম্যাচে জয় মহমেডানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল