দুজনের মধ্যে এখনো কোনও আইনি বিবাহবিচ্ছেদ হয়নি, তবে এই দম্পতি আলাদাভাবে বসবাস করছেন। এই ভিডিওটির ক্যাপশন দিয়েছেন- ‘বিশুদ্ধ ভালোবাসা’।
হিন্দি এই গানের বাংলা অনুবাদ করলে হয় – ‘পৃথিবী আমাকে চিনবে শুধু তোমার নামে। তোমার চেহারা দেখলেই মানুষ চিনবে।’ শামি যখন এতোগুলি উইকেট নিয়েছেন, তখনই হাসিনের এই গান স্বাভাবিক ভাবে জল্পনা বাড়িয়েছে। নেটদুনিয়ায় অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলছেন। কিন্তু হাসিন জাহান এই বিষয়ে কিছু বলেননি। এর পরে এদিন আরেকটি ভিডিও পোস্ট করেন হাসিন জাহান। সেই গানে বাংলা অনুবাদ- ‘আমাকে দেখে একটু তুমি হেসে দাও, না হলে আমি বুঝব তুমি এখনও রেগে আছো।’
advertisement
আরও পড়ুন, সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?
আরও পড়ুন, সিনেমার শ্যুটিং ভেবেছিলাম… ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!
কয়েকদিন আগে বিশ্বকাপের মধ্যে হাসিন জাহান বলেন, ‘যাই ঘটুক না কেন, সে ভালো পারফর্ম করছে। যদি সে ভাল খেলে, দলে থাকে এবং ভাল উপার্জন করে তবে আমাদের ভবিষ্যত সুরক্ষিত হবে।হাসিন আরও বলেছিলেন যে আমি টিম ইন্ডিয়াকে ভাল পারফরম্যান্সের জন্য শুভকামনা জানাব তবে তাঁকে (শামি) নয়।’
বিশ্বকাপে শামি যতো ভাল পারফর্ম করছেন, ততই চর্চায় আসছেন হাসিন জাহানও। শামি যা পারফর্ম করছেন তাতে সবাই তাঁর প্রশংসা করছেন। তবে হাসিন এখনও শামিকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে হাসিন জাহানের এই পোস্ট দেখে অনেকে অনেক কিছু বললেও, হাসিন জাহানের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।