ইডেন গার্ডেন প্রথম ইনিংসে ২৭৯ রান করে বাংলা। সুমন্ত গুপ্তা ৬৩ ও সুদীপ ঘরামি ৫৬ রানের ইনিংস খেলেন। জবাবে প্রথম ইনিংসে গুজরাত গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। শাহবাজ একাই ৬টি, শামি ৩টি ও আকাশ দীপ ১টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ২১৪ রানে ৮ উইকেটে ডিক্লেয়ার করে। অনুষ্টুপ মজুমদার ৫৮ ও সুদীপ ঘরামি ৫৪ রান করে।
advertisement
মঙ্গলবার, ম্যাচের শেষ দিন জেতার জন্য গুজরাতের সামনে ৩২৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলা। একটা সময় গুজরাত ৫০/৩ হয়ে গিয়েছিল। কিন্তু উর্ভিল প্যাটেলের সেঞ্চুরি ও জয়মিত প্যাটেলের ৪৫ রানের ইনিংস কিছুটা হলেও চাপ বাড়িয়েছিল বাংলার। কিন্তু তাদের জুটি ভাঙতেই বাংলাকে জয়ের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ১৮৫ রানে অলআউট হয়ে যায় গুজরাত।
ভারতীয় দলে কার্যত বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে বহু যুদ্ধ জয়ের নায়ক মহম্মদ শামিকে। বোর্ড কর্তাদের সঙ্গেও শামির সম্পর্কের অবনতি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু বিতর্কে কান না দিয়ে মাঠেই নিজেকে প্রমাণ করায় জোর দিয়েছেন শামি। দুটি ম্যাচে ১৫ উইকেট শিকার তার প্রমাণ। এবার আগরকর অ্যান্ড কোং-এর শামির উপর কৃপাদৃষ্টি পড়ে কিনা সেটাই দেখার।
