ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া এবার একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তবে তার পরই সংবাদ শিরোনামে উঠে আসেন মিচেল মার্শ।
বিয়ারের বোতল হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করেছিলেন মার্শ। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।
আরও পড়ুন- ‘‘আপনি নিরাশ আর প্রধানমন্ত্রী যদি মনোবল বাড়ান’’- মোদিকে নিয়ে আবেগে ভাসলেন শামি
advertisement
পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট এবার মার্শের নামে এফআইআর করেছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট দাবি করেছেন, মার্শকে যেন আর কখনও ভারতে কোনও ম্যাচ খেলতে দেওয়া না হয়! মার্শ কোটি কোটি ভারতীয়কে অপমান করেছেন।
মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অজি ক্রিকেটারের ভারতে ম্যাচ বা টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন তিনি। বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে মার্শ ১৪০ কোটি ভারতীয়কে অপমান করেছেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।
এবার মার্শের সেই কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘পুরোটা না জেনে মন্তব্য করব না। মার্শের ওই ছবি নিয়ে নিয়ে এটুকু বলতে পারি, ছবিটা ডিপফেকও হতে পারে। এখনকার সময়ে বিভিন্ন ছবি ও ভিডিয়ো বিকৃত করা হচ্ছে।’
আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ রোহিত শর্মা! আইপিএলে নতুন দলে খেলতে পারেন হিটম্যান
প্রসঙ্গত উল্লেখ্য়, আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের হয়ে খেলেন মিচেল মার্শ। সেই একই টিমের ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ। এখন প্রশ্ন উঠছে, মার্শকে কি আর আইপিএলেও দেখা যাবে না!
আরও খবর পড়তে ফলো করুন