আরও পড়ুন- বাঁ-হাতি পেসারের ভয়! কেন ওপেন করলেন না রোহিত শর্মা!
এবারের টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতীয় দলের। যদি কিছুটা ক্ষীণ আশা এখনও রয়েছে। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের উপর। সেসব অঙ্ক বেশ জটিল। আপাতত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হেরে কোণঠাঁসা টিম ইন্ডিয়া। আর এমন সুযোগ ফস্কাতে চাইছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি ম্যাচ চলাকালীন একের পর এক টুইট করলেন। প্রথমে তো লিখলেন- ভারতীয় দলের খেলা দেখে তো মনে হচ্ছে তারা এবার টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এখনও পর্যন্ত দলের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, প্রতিভা, সবই ভুল বলে মনে হচ্ছে।
advertisement
এখানেই থেমে থাকলেন না ভন। তিনি আবারও টুইটে লিখলেন, ভারত যে ক্রিকেট খেলছে সেটা ২০১০ সালে খেলা হত। ক্রিকেট খেলাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই হোঁচট খায় ভারত। ঠিক যেমনটা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। শুরুতেই রোহিত, রাহুল, বিরাট আউট। ফলে চাপ বাড়ছিল। আর সেই সময় একের পর এক টুইট করে আক্রমণ করছিলেন মাইকেল ভন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর অশ্বিনকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছিলেন ভন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন ভারতের বড় অস্ত্র হতে পারে বলে মনে করছিলেন তিনি। যদিও টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক অশ্বিনকে দলে জায়গা দেয়নি।