TRENDING:

India vs New Zealand In WT20: '২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত', সুযোগ বুঝেই আক্রমণ মাইকেল ভনের

Last Updated:

Ind vs NZ; Micheal Vaughan: ভারতীয় দলকে আক্রমণ করার সুযোগ খোঁজেন মাইকেল ভন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: তিনি যেন সুযোগের অপেক্ষাতেই থাকেন। সুযোগ পেলেই ভারতীয় দলকে আক্রমণ করেন। এদিনও সেটাই করলেন। ভারতীয় দলের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। আইপিএলে হিট তারকারা জাতীয় দলের জার্সি গায়ে চাপাতেই ফ্লপ। তবে বিশ্বকাপের মঞ্চে এতটা খারাপ পারফর্ম এর আগে কবে করেছে টিম ইন্ডিয়া, তা খুঁজতে হলে অনেক পিছিয়ে যেতে হতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে এই ভারতীয় দল বিশ্বক্রিকেটে শাসন কায়েম করেছে। তবে হঠাত্ করেই যেন সব এলোমেলো হয়ে গিয়েছে। রোহিত, কোহলি, রাহুলদের মতো তারকাদের নিয়ে গড়া দল জৌলুস হারিয়ে ফেলেছে।
advertisement

আরও পড়ুন- বাঁ-হাতি পেসারের ভয়! কেন ওপেন করলেন না রোহিত শর্মা!

এবারের টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতীয় দলের। যদি কিছুটা ক্ষীণ আশা এখনও রয়েছে। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের উপর। সেসব অঙ্ক বেশ জটিল। আপাতত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হেরে কোণঠাঁসা টিম ইন্ডিয়া। আর এমন সুযোগ ফস্কাতে চাইছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি ম্যাচ চলাকালীন একের পর এক টুইট করলেন। প্রথমে তো লিখলেন- ভারতীয় দলের খেলা দেখে তো মনে হচ্ছে তারা এবার টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এখনও পর্যন্ত দলের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, প্রতিভা, সবই ভুল বলে মনে হচ্ছে।

advertisement

advertisement

এখানেই থেমে থাকলেন না ভন। তিনি আবারও টুইটে লিখলেন, ভারত যে ক্রিকেট খেলছে সেটা ২০১০ সালে খেলা হত। ক্রিকেট খেলাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই হোঁচট খায় ভারত। ঠিক যেমনটা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। শুরুতেই রোহিত, রাহুল, বিরাট আউট। ফলে চাপ বাড়ছিল। আর সেই সময় একের পর এক টুইট করে আক্রমণ করছিলেন মাইকেল ভন।

advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর অশ্বিনকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছিলেন ভন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন ভারতের বড় অস্ত্র হতে পারে বলে মনে করছিলেন তিনি। যদিও টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক অশ্বিনকে দলে জায়গা দেয়নি।

বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand In WT20: '২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত', সুযোগ বুঝেই আক্রমণ মাইকেল ভনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল