শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনার। ড্র করলে আবার অনেক যদি-কিন্তুর মধ্যে পড়তে হবে আর্জেন্টিনাকে। তবে এই ম্যাচের আগে পোল্যান্ডের চাপ কম। কারণ কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ড্র করলেই চলবে পোল্যান্ডকে।
আরও পড়ুন- বিশ্বকাপের শেষ ১৬-য় পৌঁছনোর লাস্ট ল্যাপ! আজ দুই 'বড়' দলের কঠিন লড়াই
advertisement
গত ম্যাচে মেক্সিকোকে হারিয়ে চনমনে আর্জেন্টিনা। তবুও শেষ ম্যাচে টেনশন থাকছেই। এই পরিস্থিতিতে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার মন্ত্র খুঁজছে পোল্যান্ড।
পোল্য়আন্ড বুঝিয়ে গিয়েছে, মেসিকে আটকাতে পারলেই তাদের কাজ হাসিল। মেসিকে আটকাতে তাই ছক কষছে তারা। মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে দেবে না তারা। এদিন এমনই হুঙ্কার ছেড়ে রাখলেন পোল্য়ান্ডের ডিফেন্ডার।
পোলিশ ডিফেন্ডার মেতুজ ভিতেজকা বড়সড় হুঙ্কার দিয়ে রাখলেন। ফরাসি লিগে মেসির পিএসজির বিরুদ্ধে কিছুদিন আগে ৫-০ গোলে হেরেছে তাঁর দল৷ তাই তিনি ভাল করেই জানেন, মেসি কী করতে পারে৷
তিনি এদিন বলেন, 'ওর খেলার ধরন সম্পর্কে আমরা জানি। আমরাও ঠিকঠাক প্রস্তুতি নিয়েই নামব৷ আবারও বলছি, এই ম্যাচে আমাদের কাজই হবে মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেওয়া। সেটাই আমরা মন দিয়ে করব'
আরও পড়ুন- কলকাতা কানেকশন! বিশ্বকাপে রোনাল্ডোদের ম্যাচে মাঠে ঢুকে পড়া প্রতিবাদী ব্যক্তি কে জানেন?
মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, 'ওর খুব কাছাকাছি থাকতে হবে। ওকে কোনও জায়গা দেওয়া যাবে না। এটাই মোদ্দা কথা। ও এমন একজন যে সব সময়ে সুযোগ তৈরি করতে থাকে। ওকে আটকাতে হলে প্রতি মিনিটে ওর উপর নজর রাখতে হবে৷ আমরা সেটা ভাল মতো জানি'