বিশ্বকাপের শেষ ১৬-য় পৌঁছনোর লাস্ট ল্যাপ! আজ দুই 'বড়' দলের কঠিন লড়াই

Last Updated:

Qatar world cup last 16: ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে। আজ কাদের লড়াই জেনে নিন!

#দোহা: সোমবার থেকে শুরু বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের খেলা। এই পর্ব শেষেই চূড়ান্ত হয়ে যাবে শেষ ১৬।  গ্রুপ এ ও বি-র মোট চারটি ম্যাচ। প্রি-কোয়ার্টারে পৌঁছতে মাঠে নামছে ইংল্যান্ড-নেদারল্যান্ডসদের মতো ফেভারিট দলগুলো।
অঘটনের বিশ্বকাপে এখনও একাধিক হেভিওয়েট দল নকআউট কনফার্ম করতে পারেনি। তৃতীয় রাউন্ডের বেশিরভাগ ম্যাচই তাই কার্যত নকআউট।
সোমবার গ্রুপ এ ও বি এর মোট চারটি ম্যাচ। এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইকুয়েডর বনাম সেনেগাল, নেদারল্যান্ডস বনাম কাতার।
advertisement
আরও পড়ুন- জার্সি শুধু কাপড় নয়, দেশের আবেগ এবং স্মৃতির ভান্ডার! জানুন বিশ্বকাপে জার্সি বিবর্তনের ইতিহাস
আয়োজক কাতার ইতিমধ্যেই জোড়া ম্যাচ হেরে ছিটকে গিয়েছে। বাকি ৩টি দলের সামনেই রয়েছে শেষ ১৬-তে ওঠার রাস্তা। ২ ম্যাচে ৪ পয়েন্ট ডাচদের। ইকুয়েডরেরও সমান পয়েন্ট। ৩ পয়েন্ট সেনেগালের। তাই ইকুয়েডর-সেনেগাল ম্যাচ যে জিতবে সেই নকআউটে। ড্র হলে উঠবে ইকুয়েডর।
advertisement
কাতারের বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেই নকআউটে পৌঁছে যাবে নেদারল্যান্ডস। তবে কাতারকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ টপ করাই টার্গেট ডাচদের।
অন্যদিকে গ্রুপ বি-তে অ্যাডভান্টেজ ইংল্যান্ড, ইরান, আমেরিকার সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ওয়েলস। ইরানের সামনে আমেরিকা। তবে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটাতে পারলে একটা সুযোগ থাকবে ওয়েলসের সামনেও। তবে বেশি গোলে না জিততে পারলে ওয়েলসের পক্ষে নকআউট ওঠা কঠিন হবে।
advertisement
ইংল্যান্ড পয়েন্ট পেলেই উঠে যাবে পরের রাউন্ডে। হারলেও অঙ্কের বিচারে সুযোগ থাকবে সাউথগেটদের সামনে। তবে ড্র নয়, আমেরিকার কাছে আটকে যাওয়া হ্যারি কেনরা জিতেই গ্রুপ টপ করতে মরিয়া।
হাড্ডাহাড্ডি হতে চলেছে ইরান-আমেরিকার লড়াই। ইরানকে হারাতে পারলে নকআউট নিশ্চিত আমেরিকার। আর ইরান পয়েন্ট পেলে চলে যাবে প্রি-কোয়ার্টারে।
advertisement
সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই দুই গ্রুপের চারটি ম্যাচ। ভারতীয় সময় এই পর্বের খেলা গুলি হবে রাত সাড়ে আটটা ও সাড়ে বারোটা। গ্রুপের শেষ দুটি ম্যাচই একসঙ্গে শুরু হচ্ছে। তাই জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় কাউন ডাউন শুরু।
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের শেষ ১৬-য় পৌঁছনোর লাস্ট ল্যাপ! আজ দুই 'বড়' দলের কঠিন লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement