সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাঁর চার সন্তানকে নিয়ে মেরি বর্তমানে থাকছেন ফরিদাবাদে তাঁদের বাড়িতে। অন্যদিকে ওনলার থাকেন দিল্লিতে। ক্রীড়ামহলে গুঞ্জন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছেই ছিল না ওনলারের। স্ত্রী মেরির জোরাজুরিতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ভরাডুবির জেরে তছনছ হয়ে যায় তাঁদের দাম্পত্যও। আসন্ন বিবাহ বিচ্ছেদ নিয়ে মেরি বা তাঁর স্বামী ওনলার কেউ কিছু বলেননি। তবে এটা হাওয়ায় ভাসা নিছক গুঞ্জন নয় বলেই মত ওয়াকিবহাল মহলের। এমনকি, এও শোনা যাচ্ছে যে আর এক বক্সারের স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন মেরি।
advertisement
২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি এবং করুং ওঙ্খোলার। ২০০৭ সালে তাঁদের যমজ পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৩ সালে আরও একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৮ সালে তাঁরা এক কন্যাসন্তানকে দত্তক নেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, সন্তানদের নিয়ে মেরির বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওনলারের মন ভেঙে গিয়েছে বলে মত তাঁদের পরিচিত মহলের। তিনি সবসময়ই একজন নিবেদিতপ্রাণ বাবা। মেরির পাশে থেকে তাঁদের সন্তানদের লালন-পালনের জন্য নিজের ফুটবল কেরিয়ার পর্যন্ত ত্যাগ করেছে। অভিযোগ, এখন তিনি ছেলেমেয়েদের সঙ্গেই দেখা করতে পারছেন না। এই পরিস্থিতি তাঁর উপর মানসিকভাবে প্রভাব ফেলেছে বলে দাবি পরিচিতদের।