মারুফা ফেসবুকে একটি মিষ্টি বার্তা শেয়ার করে জেমাইমার প্রশংসা করেন। তিনি জেমিমাকে স্নেহভরে “জেমি দিদি” বলে সম্বোধন করেন। মারুফা ফেসবুকে লেখেন,”জেমি দিদি, আপনি আমাদের এমন একটি অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, এটি প্রকাশ করার মতো আমার কোনো শব্দ নেই। তবে আমি সবসময় আপনার জন্য প্রার্থনা করব। আপনি যেন আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আরও বড় সাফল্য অর্জন করতে পারেন—এই কামনা করি। ফাইনাল ম্যাচের জন্য আমার শুভকামনা ও প্রার্থনা রইল।”
advertisement
মারুফার ফেসবুক পোস্ট দেখে প্রতিক্রিয়া দিয়েছেন জেমাইমা রড্রিগেজ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”ধন্যবাদ মারুফা! তুমিও নিজেই এক অসাধারণ প্রেরণা! তুমি যা অর্জন করেছো, তা বাংলাদেশের এবং সারা বিশ্বের অসংখ্য মেয়েকে অনুপ্রাণিত করেছে।” নিজের পোস্ট এখটি লাভ সাইনের ইমোজিও দিয়েছেন জেমাইমা।
দুই দেশের দুই খেলোয়াড়ের এই পারস্পরিক শ্রদ্ধা ক্রিকেটে সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ আচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুই তারকার বার্তালাপ প্রমাণ খেলার ভাষা সব সময় সীমান্তের ঊর্ধ্বে—যেখানে প্রতিযোগিতা যেমন আছে, তেমনি আছে ভালোবাসা ও সম্মানের বন্ধন।

