TRENDING:

সুপার কাপ ডার্বিতে গোলশূন্য ড্রয়ে শেষ মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই, গোলপার্থক্যে সেমিফাইনালে লাল-হলুদ

Last Updated:

সুপার কাপে ফের ধরা দিল ডার্বি রোমাঞ্চ। নকআউটে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল এফসি। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা পাকা করল ইস্টবেঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়া: সুপার কাপে ফের ধরা দিল ডার্বি রোমাঞ্চ। নকআউটে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল এফসি। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা পাকা করল ইস্টবেঙ্গল। অপরদিকে, জয়ের প্রয়োজন ছিল সবুজ-মেরুনদের, কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হলো অস্কার ব্রুজোর ছেলেদের।
সেমিফাইনালে ইস্টবেঙ্গল
সেমিফাইনালে ইস্টবেঙ্গল
advertisement

প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মূলত ইস্টবেঙ্গলের দখলে। ২৪ মিনিটে বিপিন সিংয়ের হেড পোস্টে লেগে ফিরে আসে, আর ২৮ মিনিটে নাওরেম মহেশের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অপরদিকে, মোহনবাগান মাঝেমধ্যে পাল্টা আক্রমণ তুললেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও ধরা পড়ে একই চিত্র। ৪৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো। ৫০ মিনিটে তাঁর ফ্রি কিকে গোল করতে ব্যর্থ হন অলড্রেড। ৬০ মিনিটে ফাঁকা গোল মিস করে বসেন ইস্টবেঙ্গলের আহদাদ, কিন্তু বিপদ সামাল দেন গোলকিপার বিশাল কাইথ, যিনি ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান।

advertisement

৬২ মিনিটে সাহালের পরিবর্তে নামেন জেসন কামিংস, কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল আসেনি সবুজ মেরুনের পক্ষে।

শেষ পর্যন্ত দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও বল জালের জড়াতে পারেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ফলের চাষ বড়লোক হওয়ার সুযোগ করে দিচ্ছে চাষিদের
আরও দেখুন

ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রয়ে, ফলে গোলপার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল, আর মোহনবাগান বিদায় নিল টুর্নামেন্ট থেকে।

বাংলা খবর/ খবর/খেলা/
সুপার কাপ ডার্বিতে গোলশূন্য ড্রয়ে শেষ মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই, গোলপার্থক্যে সেমিফাইনালে লাল-হলুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল