প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মূলত ইস্টবেঙ্গলের দখলে। ২৪ মিনিটে বিপিন সিংয়ের হেড পোস্টে লেগে ফিরে আসে, আর ২৮ মিনিটে নাওরেম মহেশের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অপরদিকে, মোহনবাগান মাঝেমধ্যে পাল্টা আক্রমণ তুললেও গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও ধরা পড়ে একই চিত্র। ৪৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো। ৫০ মিনিটে তাঁর ফ্রি কিকে গোল করতে ব্যর্থ হন অলড্রেড। ৬০ মিনিটে ফাঁকা গোল মিস করে বসেন ইস্টবেঙ্গলের আহদাদ, কিন্তু বিপদ সামাল দেন গোলকিপার বিশাল কাইথ, যিনি ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান।
advertisement
৬২ মিনিটে সাহালের পরিবর্তে নামেন জেসন কামিংস, কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল আসেনি সবুজ মেরুনের পক্ষে।
শেষ পর্যন্ত দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও বল জালের জড়াতে পারেনি।
ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রয়ে, ফলে গোলপার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল, আর মোহনবাগান বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
