দেশের একাধিক রাজ্য নিয়ে ওড়িশায় অনুষ্ঠিত হচ্ছে এক জাতীয় সিনিয়র শুটিং বল প্রতিযোগিতা। ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত খেলা চলবে। সেখানেই সুযোগ করে নিয়েছে মালদহের প্রতিভাবান খেলোয়াড় প্রিয়া।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে কামব্যাক সঞ্জুর, মোটিভেশন দিয়েছেন রজনী
চলতি বছরে মধ্যপ্ৰদেশে জুনিয়ার ন্যাশনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার আগে রাজ্য চ্যম্পিয়ানশিপ ২০২৩ প্ৰতিযোগিতায় জাতীয় ভাল খেলে।তখন থেকেই জাতীয় স্তরের কমকর্তাদের নজরে আসে মালদহের প্রিয়া। সেই সুবাদেই জাতীয় স্তরের সিনিয়র দলে সুযোগ মেলে।
advertisement
তার এমন সাফল্য খুশি মালদহ জেলা শুটিং বল অ্যাসোসিয়শনের কর্মকর্তারা। এই বিষয়ে জেলা শুটিং বল অ্যাসোসিয়শনের সভাপতি দুলাল সরকার বলেন, ওর এমন সাফল্য আমরা খুশি। আগামীতে আরও ভাল খেলবে এই আশা করছি। আমরা সব সময় ওর পাশে থাকব।
পুরাতন মালদহের নঘর কলোনির বাসিন্দা প্রিয়া মহালদার। বাবা মেঘু মহলাদার পেশায় মৎসজীবী। স্থানীয় মহানন্দা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।মা ফুলকুমারী মহলদার।
প্রিয়া পরিবারের তৃতীয় সন্তান। প্ৰিয়া বর্তমানে মহানন্দাপল্লী রেলওয়ে গার্লস স্কুলের নবম শ্ৰেনীর ছাত্ৰী। প্ৰথম থেকেই প্ৰিয়া পাল স্পোটস কোচিং সেন্টারে প্ৰশিক্ষণ নিচ্ছে।
আরও পড়ুন- শামিকে দেখে 'জয় শ্রীরাম'! জঘন্য কাণ্ডের পাঁচদিন পর মুখ খুললেন রোহিত শর্মা
শুটিং বল খেলে এখনও পর্যন্ত প্রিয়া মোট চারটি পদক জিতেছে। কোচ অসিত পাল বলেন, আগামীতে প্রিয়া দেশের হয়ে খেলুক এই আশায় রয়েছে আমাদের। রাজ্য স্তরে ভালো খেলার সুবাদে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। প্রিয়ার প্রতিভা রয়েছে। আগামীতে ওর আরো ভালো সাফল্য কামনা করি।
হরষিত সিংহ






