TRENDING:

হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলা! ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ মালদহে

Last Updated:

পরিকাঠামো এবং প্রচারের অভাবে ক্রীড়া প্রেমীদের কাছে চাহিদা হারাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খো খো খেলা। তবে এবারের এই খেলাকে ক্রীড়া প্রেমীদের কাছে আগ্রহী করে তুলতে উদ্যোগী হল মালদহ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কাবাডি, ক্রিকেট, ফুটবল খেলা ক্রীড়া প্রেমীদের কাছে জনপ্রিয়তা পেলেও। ঐতিহ্যবাহী এই খেলা ভুলতে বসেছেন অনেকেই। পরিকাঠামো এবং প্রচারের অভাবে ক্রীড়া প্রেমীদের কাছে চাহিদা হারাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খো খো খেলা। তবে এবারের এই খেলাকে ক্রীড়া প্রেমীদের কাছে আগ্রহী করে তুলতে উদ্যোগী হল মালদহ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদ।
advertisement

জেলাস্তরের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহে। মালদহ জেলার দুটি মহকুমায় জোন ভিত্তিক স্কুলের পড়ুয়াদের নিয়ে খো খো খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্কুলের ১১, ১৪ ও ১৭ বছর বয়স বিভাগের খেলা করানো হয়। এদিন এই খেলার মহকুমা স্তরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় বিভূতিভূষণ হাইস্কুল এবং গোলাপগঞ্জ হাই স্কুল। ফাইনাল খেলায় একটি ইনিংসে ১১ পয়েন্ট করে জয়ী হয় গোলাপগঞ্জ হাই স্কুল।

advertisement

আরও পড়ুন: ১৪-১৫ ঘণ্টার ধৈর্য্য, হাতের অভাবনীয় কাজ শিক্ষকের! মাইক্রো শিল্পীর শিল্পকলা দেখলে তাকিয়ে থাকবেন আপনিও

মালদহ সদর মহকুমা বিদ্যালয় ক্রীড়া সম্পাদক চাঁদ মোহন হালদার জানান, “বাংলার খেলাগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী খেলা হচ্ছে খো খো। কাবাডি খেলার মতোই শারীরিক শক্তির প্রয়োজন পড়ে এই খেলায়। তবে বর্তমানে পরিকাঠামোর অভাবে জেলায় এই খেলায় আগ্রহ কমছে খেলোয়াড়দের। অন্যান্য খেলার মতো এই খেলাকেও মানুষের কাছে আগ্রহী করে তুলতে স্কুল স্তরে খেলা করানো হচ্ছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের যুগ্ম সম্পাদক সুদাম ঘোষ বলেন, “জেলা জুড়ে মহকুমা ভিত্তিক দু’টি জোনে স্কুলের বিভিন্ন স্তরের বয়সী পড়ুয়াদের নিয়ে খেলা হচ্ছে। মহকুমা স্তরের ফাইনালে জয়ী হয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল। এই খেলার পর রাজ্য এবং জাতীয় স্তরে খো খো খেলায় সুযোগ জেলার খেলোয়াড়দের।” মালদহ জেলায় এই খেলা বিশেষভাবে পরিচিতি না পেলেও। জেলা স্তরে স্কুল ভিত্তিক এই খো খো খেলায় পড়ুয়াদের অংশগ্রহণ নজর কেড়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলা! ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল