তাতে অবশ্য সামাজিক মাধ্যমে চর্চা বন্ধ হয়নি ৷ একাধিক ট্যুইটার হ্যান্ডল থেকে এই মর্মে দাবি করা হয়েছে যে প্রিয়াঙ্কা রায়না নাকি নিশ্চিত করেছেন আগামী বছর সাক্ষী দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ চেন্নাই সুপার কিংস-এর ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা আইপিএল টুর্নামেন্ট দেখতে পাড়ি দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ সিএসকে-এর সব ম্যাচের দর্শকাসনে তাঁদের বর্ণময় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷
advertisement
আরও পড়ুন : অনুশীলনে ফিরলেন বেন স্টোকস, অ্যাশেজে খেলবেন ?
চেন্নাই সুপার কিংসের সব ম্যাচে নিয়মিত গ্যালারিতে হাজির ছিলেন সকন্যা সাক্ষী ৷ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে জেতার পর মাঠের মাঝখানে কন্যা জিভার সঙ্গে ধোনি ও সাক্ষীর অন্তরঙ্গ পারিবারিক ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে ৷
আরও পড়ুন : সালাহ,ফির্মিনোর দাপটে উড়ে গেল ওয়াটফর্ড, বড় জয় লিভারপুলের
সাক্ষীকে ২০১০ সালে বিয়ে করেন ধোনি ৷ মেয়ে জিভার জন্ম তার পাঁচ বছর পরে ৷ সে সময় ধোনি ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃ্ত্ব দিতে ৷ ফলে প্রথম সন্তানের জন্মের সময় তিনি স্ত্রী সাক্ষীর পাশে থাকতে পারেননি ৷ সামাজিক মাধ্যেম জিভা খুবই জনপ্রিয় ৷ মেয়ের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন সাক্ষী ৷ ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে ক্রিকেট গ্যালারিতে হাজির থাকে জিভা ৷ যদি সামাজিক মাধ্যমের গুঞ্জন সত্যি হয়, তাহলে আগামী বছর খেলার নতুন সঙ্গী পেতে চলেছে খুদে সাক্ষী ৷