আরও পড়ুন: মানব জীবনের প্রয়োজনে ছাত্রছাত্রীরাই তৈরি করছে নতুন নতুন যন্ত্র
এরপর জানা যায় আসল ঘটনাটি। নেপালে আয়োজিত হওয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ছাত্র ও শিক্ষক একসঙ্গে জয়ী হয়ে বাড়িতে ফিরেছেন। জাতীয় স্তরে ভাল ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল তাঁরা। গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে এস.এম ওয়াসিম ইকবাল ও তাঁর ছাত্র তৌফিক ইসলাম সিপাই নেপালে গিয়েছিল। সেখানে আফগানিস্তানকে হারান তাঁরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ঘোলা নোয়াপাড়ার বাসিন্দা এস.এম ওয়াসিম ইকবাল ও কারবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাই দুজনেই ক্যারাটে নিয়ে সর্বদা চর্চা করেন।
এদিকে নেপাল থেকে ফেরার পর লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাঁদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে স্থানীয়রা। এই জয়ের পর আগামীদিনে অলিম্পিক সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কঠোর অনুশীলন করতে চান বিজয়ীরা। এখন দেখার ভবিষ্যতে কী হয়।
নবাব মল্লিক