TRENDING:

Local Sports: ক্যারাটে-তে রাজ্যের সেরা কাটোয়ার সাত্ত্বিক

Last Updated:

Local Sports: কাতা ছাড়াও কুমিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাত্ত্বিক দে। এই সাফল্য প্রসঙ্গে সাত্ত্বিক জানায়, এটাই প্রথম নয়। এর আগেও অনেক পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক স্তরেও সাফল্য আছে তার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: নবম ওয়াডো স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করল বাংলার সাত্ত্বিক দে। ৩০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করল পূর্ব বর্ধমান জেলার এই পড়ুয়া। কাটোয়া শহরের বাসিন্দা সাত্ত্বিক। সে কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ব্যারাকপুরের একটি অডিটোরিয়ামে আয়োজিত হয় নবম ওয়াডো স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। যেখানে সাত্ত্বিক কাতা ৫০ থেকে ৫৫ কেজি ওজন বিভাগে প্রথম স্থান অধিকার করে।
সাত্ত্বিক দে
সাত্ত্বিক দে
advertisement

কাতা ছাড়াও কুমিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাত্ত্বিক দে। এই সাফল্য প্রসঙ্গে সাত্ত্বিক জানায়, এটাই প্রথম নয়। এর আগেও আমি অনেক পুরস্কার পেয়েছি। আগামী দিনে আরও ভাল ফলের চেষ্টা করব। নিজের সাফল্যের যাবতীয় কৃতিত্ব বাবাকে দিয়েছে সে।

আরও পড়ুন: রং বদলের রাজনীতিতে বড়ই বেরঙিন পতিতালয়ের মহিলারা! আক্ষেপ নিয়েই দিলেন ভোট

advertisement

সাত্ত্বিক ছেলেবেলা থেকেই ক্যারাটে শেখে। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেয়েছে। কাটোয়ার ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাত্ত্বিক তার বাবার হাত ধরেই ক্যারাটে অনুশীলন শুরু করে।জানা গিয়েছে, উক্ত ক্যারাটে প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়। সাত্ত্বিক ছাড়াও, পূর্ব বর্ধমান জেলা থেকে কাতাতে প্রথম স্থান অর্জন করেছে মোট ৬ জন প্রতিযোগী। যথাক্রমে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জেলার ৪ ও ৫ সফল প্রতিযোগী। কাতা ছাড়াও, এই প্রতিযোগিতায় কুমিতে বিভাগেও সাফল্য এসেছে জেলার ঝুলিতে।কুমিতে বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ৫ জন, ৩ জন ও ৫ জন প্রতিযোগী।

advertisement

View More

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/খেলা/
Local Sports: ক্যারাটে-তে রাজ্যের সেরা কাটোয়ার সাত্ত্বিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল