TRENDING:

Local Sports: জিমনাস্টিকে পরপর দুই বছর দেশের মধ্যে দ্বিতীয় নদিয়ার মেয়ে

Last Updated:

Local Sports: এবারের জাতীয় প্রতিযোগিতায় অলরাউন্ড বিভাগে দিয়ার সংগ্রহীত পয়েন্ট ছিল ৪৬.৫০। প্রথম স্থানাধিকারীর থেকে মাত্র ০.৩৫ পয়েন্ট কম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: জিমন্যাস্টিকে তাক লাগানো সাফল্য এই বাংলার মেয়ের। পরপর দু’বছর দেশের মধ্যে দ্বিতীয় হলেন নদিয়ার দিয়া। অনূর্ধ্ব-১২ জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় এই চমকে দেওয়া সাফল্য অর্জন করেছে বাংলার মেয়ে। উত্তরপ্রদেশের এলাহাবাদের খিলগাঁও-এ জাতীয় সাব-জুনিয়র ২০২৪ আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে এবারেও দ্বিতীয় হয়েছে নদিয়ার দিয়া হালদার।
advertisement

নদিয়ার শিমুরালি সংস্কৃতি সংঘে জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করে দিয়া হালদার। তার এই সাফল্য বাংলার মানুষের কাছে গর্বের। এবারের জাতীয় প্রতিযোগিতায় অলরাউন্ড বিভাগে দিয়ার সংগ্রহীত পয়েন্ট ছিল ৪৬.৫০। প্রথম স্থানাধিকারীর থেকে মাত্র ০.৩৫ পয়েন্ট কম। এছাড়াও সে ব্যক্তিগত ইভেন্টে আন-ইভেন বারে তৃতীয় হয়েছে, ব্যালান্সিং বিমে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এদিকে এই প্রতিযোগিতায় টিম ইভেন্টে প্রথম হয়েছে বাংলা। ফলে একটি স্বর্ণপদকও পেয়েছে দিয়া।

advertisement

আর‌ও পড়ুন: হলুদ চাষ করে নিজের পায়ে দাঁড়ান

এবারের জাতীয় প্রতিযোগিতায় নদিয়ার এই কৃতি কিশোরী একটি সোনা, দুটি রুপো একটি ব্রোঞ্জ জিতেছে। মোট চারটি পদক পেয়েছে সে। এই সাফল্যের মধ্যেই আছে ক্ষোভের সুর। রাজ্য জিমনাস্টিকস প্রতিযোগিতায় অনেকেই দিয়াকে যোগ্য প্লেয়ারের সম্মান দেয়নি বলে ক্ষোভ তার কোচ ও পরিবারের।

advertisement

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/খেলা/
Local Sports: জিমনাস্টিকে পরপর দুই বছর দেশের মধ্যে দ্বিতীয় নদিয়ার মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল